পাতা ঝরে যাওয়া শব্দে
নেমেছে সাঁঝ
সূর্য এখন দক্ষিণ
মহাদেশে ,
বিমূর্ত রাত বালিশে
রেখেছে মাথা
স্মৃতির তুষার জমে আছে
কার্নিসে ।
তবু জ্বলে আছে নিভৃত
প্রানের শিখা
অভিমানে ঢাকা আলোহীন
অন্দরে,
সরে সরে যায় ভূ-টেকটনিক
প্লেট
ঢেউ ভাঙে একা নির্জন
বন্দরে ।
মহাবিষুবের ছায়াখানি ছিল
সাথে সুউচ্চ গাছে বিলাসী
পাখির বাস,
আমাদের ছিল এক সিন্দুক
কথা
তারায় তারায় সুর ছিল
বারোমাস।
দুজনের পায়ে লেগেছিল
ধুলোপথ
পল্লীর ঘাটে ঝিঁ ঝিঁ দের
কলতান ,
'গীতবিতান'টা
খোলা জানলার পাশে
সৌরভে মিলে মিশে ছিল
দুটো প্রান ।
ঈশান কোনেতে চিরদিনই ছিল
মেঘ
আমরা খুঁজেছি কনে দেখা
রাঙা আলো
সোনার হরিণ কাব্যের
মায়াজালে
খুঁজে খুঁজে দিন এমনিই
সারা হলো ।
বহুতলে ঢাকা মরুময় এ
শহরে
পাশাপাশি ছিলে শীর্ন
নদীর মতো,
ঝঞ্ঝার পরে সাজে ফের
জনপদ
কাজলের দাগে লেগে থাকে
শেষ ক্ষত।
No comments:
Post a Comment