রাস্তার কাছে প্রশ্ন – জিৎ চট্টোপাধ্যায়
নিজের পথে হাঁটতে চাই
অন্যের পথে নয়
রাস্তার কাছে প্রশ্ন তাই
করছেনা তোর ভয়?
রাস্তা বলল আমিও হাঁটছি
হাঁটছি যে তোর সাথে
বিকেল গরিয়ে সন্ধে হলেও
থামবনা কোন মতে
আমি আবার প্রশ্ন শানাই
শোন্ রাস্তা শোন্
রাত্রি টা যে আছে বাকি
কি হবে তখন?
শুনে রাস্তা খিলখিলিয়ে
অট্টহাসি হাসে
বলল তখন আমি তো আছি
রাত্রেও তোর পাশে
No comments:
Post a Comment