Invincibles Title ভারতের হাতেই থাকলো কবাডি মাস্টার ২০১৮ এর ফাইনালে ইরানকে হারিয়ে।
দুবাইয়ের Al Wasl Sports Club এ অজয় ঠাকুরের ক্যাপ্টেশিপে ২৬-৪৪ এ হারালো ইরানকে।
ম্যাচের প্রথম থেকেই ভারত চাপের মধ্যে রেখেছিল ইরানকে। দ্বিতীয় অর্ধেও তাই পাশা পাল্টায়নি ভারতের জন্যে।
সেমি ফাইনালে সাউথ কোরিয়াকে হারিয়ে শ্রীনিবাস রেড্ডির স্ট্রাটেজিতে কিছু পরিবর্তন দেখা যায়। মূলত ডিফেন্সিভ খেলা ভারতীয় টিম ফাইনালে প্রথম থেকেই আগ্রাসনের মুখে ফেলে দেয় ইরানকে।
তারপর আর ঘুরে দাঁড়াতে হয়নি ভারতকে। অজয় ঠাকুরের টিম নীল জার্সির ক্ষমতা ক্রিকেট, ফুটবলের পর দেখিয়ে দেয় কবাডিতেও।
India : Girish Maruti Ernak, Surender Nada, Sandeep, Mohit Chhillar, Raju Lal Choudhary,Surjeet (Po), Deepak, Pardeep Narwal, Rahul Chaudhari, Rishank Krishna Devadiga, Monu Goyat, Rohit Kumar, Ajay Thakur, Manjeet Chhillar
No comments:
Post a Comment