ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

সুবোধ – তন্দ্রা তমা

সুবোধ,
আমার কিছু ভাল লাগছেনা!আমার দম নিতে কষ্ট হচ্ছে!
এই শহরের মিথ্যের কালো ধোঁয়াতে খুব কষ্ট হয়,এই শহরের প্রান গুলো বড় নিষ্প্রাণ!
আমার খুব কথা বলতে ইচ্ছে হয়!অনেক কথা!যে কথা চলতেই থাকবে শহর যেমন জেগে থাকে নির্ঘুম ঠিক তেমন!
আমার কথা গুলো এই শহরের অলি গলি,শপিং মল,রেষ্টুরেন্ট,বাসের জানালা,ইট কাঠের বাস্তবতা কিছুই বাদ
রাখবেনা!

সুবোধ,আমার তো খুব সমুদ্র দেখতে ইচ্ছে হয়,এইতো শহর থেকে কয়েক শ' মাইল দূরে!
সমুদ্র পাড়ে বসেও আমার কথা বলতে ইচ্ছে হয়!ইচ্ছে হয় আমার কথা যেন ঢেউয়ে মিশে আছড়ে পড়ে কোনো
পাথরের বুকে!
প্রান ভরে স্বচ্ছ নির্মল হাওয়া মাখতে ইচ্ছে হয়!
এ শহরে কোথায় বুক ভরে নিশ্বাস নেয়া যায় বল তো!
কোথায় বসে ঠোট নাড়াতে নাড়াতে সন্ধ্যা পেরিয়ে রাত ভোর হয় বল তো!
আমার জানা নেই,শুধু জানি আমার খুব কষ্ট হয় বলতে না পারার কষ্ট!
তুই কি তাই এই শহর ছেড়ে পালিয়ে গেছিস!?অনেক দূরে!
কথা না বলতে পেরে?শ্বাস না নিতে পেরে!
তবুও তো খুশি হ শহরের প্রান গুলো দিন শেষে তোকে ভেবে আফসোস করে বলে সুবোধ তুই পালিয়ে গেলি!

কিন্তু আমি পালিয়ে গেলে কে বলবে?কে বাঁচাবে আমায় তার মনের ভিতর?
কে বলবে তুই কই?
কে বলবে কিছু মানুষ ভালবাসতে ভুলে গেলেও আমি ভুলিনি ভালবাসতে!

সুবোধ তুই ভাল করেছিস পালিয়ে,অন্তত বেঁচে থাক একটু!আর আমি না হয় মরতে থাকি এই শহরতলীর বুকে!

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098