ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098



বিচ্ছিরি এক বিকেল চাই তোমার চোখে।
একটা ট্রেন লেট এলো খুব, ভীষণ গরম।
জবজবে সব ঘাম শুকিয়ে কোথায় ঝোঁকে? 
পারলে একবার তোমার মনেও হদিশ করো। 

একটা পাখি উধাও হোক তোমার ঠোঁটে। 
আমি তাকে খুঁজতে গিয়ে না ফিরব না। 
বসন্ত সে একবছরে একটা মোটে,
তোমার গলার গন্ধ শোঁকার প্রহর গোনা। 

এই বছরের লক্ষ্য কিন্তু অন্যরকম,
আমার থেকে একটুকরো তোমায় দেবো।
সারিয়ে দিয়ো দুটো-একটা কঠিন জখম,
তোমার থেকেও অন্ধকারটা উধার নেবো। 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098