বিচ্ছিরি এক বিকেল চাই তোমার চোখে।
একটা ট্রেন লেট এলো খুব, ভীষণ গরম।
জবজবে সব ঘাম শুকিয়ে কোথায় ঝোঁকে?
পারলে একবার তোমার মনেও হদিশ করো।
একটা পাখি উধাও হোক তোমার ঠোঁটে।
আমি তাকে খুঁজতে গিয়ে না ফিরব না।
বসন্ত সে একবছরে একটা মোটে,
তোমার গলার গন্ধ শোঁকার প্রহর গোনা।
এই বছরের লক্ষ্য কিন্তু অন্যরকম,
আমার থেকে একটুকরো তোমায় দেবো।
সারিয়ে দিয়ো দুটো-একটা কঠিন জখম,
তোমার থেকেও অন্ধকারটা উধার নেবো।
No comments:
Post a Comment