গিজগিজে ভিড় নেই, এত লোক নেই, ,কোলাহল নেই, থাকার মধ্যে আছে ৪২ লক্ষ লোক, আর কয়েকটা প্রাকৃতিক সৌন্দর্য্য। আর আছে একরাশ যুদ্ধ, ভয়ংকর বারুদ, গোলা , খুন। আর?
আর একটা লুকা আছে, লুকা মদরিচ, দাদু যুদ্ধে মারা গেল। ছেলেটা ছুটছে, বল নিয়ে - এ রাস্তা থেকে ওরাস্তা। ফুটবল খেলবে, বড় ফুটবলার হবে।
একটা দেশ যে অনেক স্বপ্ন নিয়ে এক লড়াইয়ে ২৯ শে অক্টোবর ১৯১৮তে অস্ট্রিয়া , হাঙ্গেরী থেকে বেরিয়ে এসে ৪ঠা ডিসেম্বর নতুন এক দেশের সাথে যোগ দিল যুগোস্লাভিয়া নামে সেও কথা রাখল না। অত্যাচারে দগ্ধ করে দিল।
সুতরাং আবারও লড়াই, আরো, তীব্র। প্রায় ৭৪ বছরের লড়াইয়ে মিলল স্বাধীনতা। তারাও বুঝতে শিখল যে তারা কোনো অংশে কম না।
১৯৯১ ক্রোটরা স্বাধীন হল, তখন অবশ্য ব্রাজিল সহ অন্যান্য তাবড় , তাবড় টিমরা বেশ কয়েক বার ফুটবল বিশ্বকাপ ঘরে তুলে নিয়েছে। লড়াই শুরু তার পর থেকে, যে লড়াই আজ লুকা,ইভান, মারিও'রা লড়ল, তাকে কুর্নিশ জানানোর ভাষা আর যাই হোক ফুটবল অভিধানে নেই। অদম্য জেদ ,কাঠিন্য, স্নায়ু। কেউ পারছিল না শুধু ভাগ্যই যেন শেষ লড়াই টা তে হারিয়ে দিল। যে টিম টার ওপর কেউ বাজি লাগায় নি, তারা দেখিয়ে দিল - " এভাবেও ফিরে আসা যায়।"
হরপ্পা , মহেঞ্জোদারো, মুঘল ব্রিটিশ এত লড়াই পেরিয়ে আমরা আধুনিক সভ্যতায় এসে কি পেলাম ? রাজনীতি আর ক্রিকেট।
আর ক্রোয়েশিয়া?
একটা টিম
স্বপ্নের দৌড়। ফাইনাল। হয়তো হেরে গেছে খেলার নিয়মে কিন্তু কোথাও যেন কাপ টা ফ্রান্স এর হলেও ফুটবল টা ক্রোয়েশিয়ার হয়ে রয়ে গেল। আদ্যোপান্ত ব্রাজিল এর সাপোর্টার হয়েও বলছি। এটাই, হ্যাঁ, এটাই ফুটবল। শুধু এটাই বলতে চাই আজ ভাগ্যের পরিহাসে যারা কাঁদতে পেল, তারা আসলে কাঁদার সৌভাগ্যটা পেল।
ফ্রান্স যোগ্য দল, ফ্রান্স ভালো দল, সবের পরেও আজ ফ্রান্স যেন ম্লান।
আজ পূবের আকাশে যেন ক্রোট বিজয়, একটা নতুন অধ্যায় এর সংযোজন। ফুটবলে একটা নতুন পালক।
যে দেশে একটা স্টেডিয়াম নেই খেলার মত, সেই দেশ ফাইনাল খেলছে। ভুলিয়ে দিল, সত্যি ক্রোয়েশিয়া ভুলিয়ে দিল সব কাঁটাতার, আন্তর্জাতিক সীমারেখা, যেভাবে ব্রাজিল ভুলিয়ে দিয়েছিল ২০০২ তে, হয়তো তার চেয়েও দৃঢ়ভাবে।
অনেকে বলবেন স্ট্যাটাসটিক হয়ত সব কথা বলেনা তবুও বলব, নিছক জেতা আর গোল করার বাইরেও একটা ফুটবল আছে। একটা ক্রোয়েশিয়া আছে।
ফরাসী রা তো সেই কবে থেকে গোটা পৃথিবী জুড়ে রাজ করে বেড়াচ্ছে, আর তোমরা ? কি করলে আজ তোমরা ক্রোয়েশিয়া ? তোমারই জানো না।
হয়ত ২০ বছর পর তোমাদের কেউ মনে রাখবে না, বা তোমরা হয়ত চ্যাম্পিয়ন হবে কোনো একবার। কিন্তু আজকের খেলা টা ওই কাপ তার উর্দ্ধে রইল।
আর তেপান্তরের পারের এই ব্রাজিল ফ্যানটা হয়ত বলবে ব্রাজিল এর পরে শুধু তোমাদের জন্যই এতটা ভাবলাম। জয় ফুটবল। এতো খেলা না যে যেন শরীরের একটা অঙ্গ। এই ফুটবল দেখার জন্য আমি মানব জনম'ই চাই ।
তবে শ্রীজাত'র লাইন দিয়ে শেষ টুকু রাঙিয়ে দিলাম তোমাদের জন্য -
মেধা তো জয়ের পক্ষে। সে তার উল্লাস নিয়ে বাঁচে।
হৃদয় তবুও ছোটে হেরে যাওয়া মানুষের কাছে...
No comments:
Post a Comment