আমি অতি অল্পখানি, তোমার জন্য যা বিরত্ব
রাগ থামায় মানুষ এসে, তবুও আমার সইছে না
মনে হচ্ছে সব শালারা, কেবল ঢালছে সান্ত্বনামন বিষাক্ত
গরল মাথায়, পাঁচ কবির মধ্যে শুধু একটা কবির বই চেনা
এক বিশ্ব ভালোবাসার দাবি রেখেছি মন থেকে।
এবার হয়ত মচকে গেলে ভগাও ওঠাতে পারবে না।
নির্বোধেরা যাচ্ছে কোথায়? কোন টাউনের কোন লেকে?
আমি কেবল ভালোইবাসি, খুচরো প্রেমিক চারবেলার।
No comments:
Post a Comment