![]() |
Image Courtesy : Rakesh Kumar Biswas |
ভুখা
ভিক্ষা নয়
আপোস নয়
উপবাসে ওরা রাজী।
ওরা অনড়
দুরন্ত ঝড়
যত করো কারসাজি।
তোমরা অন্ধ
দরজা বন্ধ
উদাসীন উমেদার।
ওরা বেয়াদপ
ভাজেনা চপ
করবে ছারখার।
ওরা ভুখা
তবু একরোখা
সাহসে ভরা বুক।
আয় দেখে যা
একটু চেখে যা
অনশনের কি সুখ!
গভীর রাতে
অদৃশ্য হাতে
নিভিয়ে দিলে আলো
ভুখা পেটের
জ্বালানির মশাল
ঘুচাবে যত কালো।
করেছে পণ
ওরা আমরণ
লড়াই সংগ্রাম জারি
অন্নহীনের
এই নবান্নে
আর নয় কালাহাড়ি।
অনিকেত তুই
অনিকেত তুই নাছোড় নির্ভীক
সত্যিই গৃহহীন
সকলের ঘরের জন্য তাই
অনশনে দশদিন।
অনাহারে ভরা এই দেশটাতে
অভাব অনটন
স্বভাব বিড়াল তপস্যা মগ্ন
মারণ উচাটন।
অনশন মঞ্চের অভিনেতা নস
নসতো নির্দেশক
সংগ্রামে তুই অটল অবিচল
বানচাল সব ছক।
তোর নিকেতন খোলা আকাশ
নেই তোর বিচ্ছেদ
সুস্হ হয়ে আয়রে ফিরে
অনন্য অনিকেত।
অনিকেত তুই নাছোড় নির্ভীক
সত্যিই গৃহহীন
সকলের ঘরের জন্য তাই
অনশনে দশদিন।
অনাহারে ভরা এই দেশটাতে
অভাব অনটন
স্বভাব বিড়াল তপস্যা মগ্ন
মারণ উচাটন।
অনশন মঞ্চের অভিনেতা নস
নসতো নির্দেশক
সংগ্রামে তুই অটল অবিচল
বানচাল সব ছক।
তোর নিকেতন খোলা আকাশ
নেই তোর বিচ্ছেদ
সুস্হ হয়ে আয়রে ফিরে
অনন্য অনিকেত।
No comments:
Post a Comment