ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


একটা বাস্তব গল্প লিখি আজকে,একজন ফ্যানের।সৌরভ গাঙ্গুলির বিশাল বড়ো ফ্যানের!যাকে তার প্রিয় হিরোর নাম জিজ্ঞাসা করলে সে বলে "কেন?সৌরভ গাঙ্গুলি!"ছোটবেলা থেকেই সৌরভের মস্ত বড় ভক্ত।খেলা যে খুব একটা দেখত তা না;বলতে গেলে দেখতই না।স্কুলে খেলা নিয়ে সমবয়সী ছাত্রদের প্রতিনিয়ত আলোচনা করার খাতিরে ছেলেটার মন বসাতে হল,একপ্রকার নিজের মনের ওপর জোর করেই যে খেলা দেখতেই হবে।

                           তখন 2010,চলছে আইপিএল!সে ম্যাচ দেখতে বসল।কেকেআর বনাম ডেকান চার্জার্স!অবশ্যই কলকাতার ছেলে কলকাতারই সাপোর্টার তার ওপর সৌরভ গাঙ্গুলি।সেদিন সৌরভ তিন নম্বরে নেমেছিল ওপেন করেনি।প্রথম উইকেট খুব তাড়াতাড়ি পরে।তারপর দাদা এসে দু বল খেলেই বোলারের মাথার উপর দিয়ে সোজা তিরের মতো একটা ছয়!তখন শুরু হল ছেলেটার আসল অভিযান,একজন ফ্যান হিসেবে।সেদিন সৌরভ তাড়াতাড়ি আউট হয়ে যান তবে,কলকাতা ম্যাচ জিতেছিল এবং সেই ম্যাচের পর থেকে ছেলেটা তার ডায়রিতে লিখতে শুরু করে সৌরভের প্রত্যেকটা খেলা কিংবা করা বলের স্ট্যাটিস্টিক্স!যতক্ষণ না সৌরভের ব্যাটিং শেষ হচ্ছে ততক্ষণ সে নড়বে না।সে ভূমিকম্পে ভূধর আলাদা হয়ে যাক বা বন্যা আসুক না কেন


   

         

      মাত্র দু-তিন সপ্তাহে ক্রিকেট নিয়ে এত গবেষণা করে যে,সে ক্রিকেটে নলেজের দিক থেকে সবাইকে ছাপিয়ে যেতে থাকে।শুরু করে স্কুলে খেলা,তার আগে খেলত তবে দায়সারা ভাবে।আর সে খেলা শিখেছে টিভিতে পুরনো খেলা চালিয়ে খেলোয়াড়দের শর্ট দেখে আয়নায় প্র্যাকটিস করে।কিন্তু স্কুলে মেইনলি বল করত,ডানহাতি ছিল!একদিন হঠাৎ ভাবল আচ্ছা সৌরভ বাঁ হাতে ব্যাট করতে পারলে আমি কেন পারব না!ঘরের মধ্যে শুরু হল আর এক কান্ড।পাখা বন্ধ করে গরমের মধ্যে খেলা শুরু করে।ডান হাতে বাঁ হাতে ছ'বল করে করে!প্রথম বাঁ হাতে ব্যাট ধরার সময় ডান হাতের মতো করেই ব্যাটটা শুধু বাঁদিকে রেখে খেলে।তারপর খেলতে অসুবিধা হওয়ার দরুন সে হাতটা ঠিক করে নেয় মানে যেভাবে বাঁহাতি রা ব্যাট ধরে আর কী!

                         তার ছোটবেলার একটা স্পঞ্জের বাঁদর ছিল।সেটাকে সে হাওয়ায় তুলতো আর নীচে পরার সময় ব্যাটের কাছে আসলে ব্যাট দিয়ে মারত।পাড়ায় বা স্কুলে সব জায়গায় ডান হাতে খেলা সত্বেও ঘরে সে বাঁ হাতে প্র্যাকটিস করতে লাগল।হঠাৎ একদিন স্কুলে সে বলল একটা এমনি বল করতে;সে বাঁ হাতে খেলবে।

            প্রথম বলটা করতে না করতেই ছেলেটা পুল করে সেটাকে ছয় হাঁকালো,পেছন থেকে একজন বলল "বাহ!এতদিনে খেলা শিখেছে"।ঠিক করল সেদিন বাঁ হাতেই খেলবে,ছেলেটা আর ফিরে গেল না ডানহাতে।ওই স্পঞ্জের বাঁদর দিয়ে ঘরের মধ্যে প্র্যাকটিস করতে করতে আর সৌরভকে দেখে তার প্রত্যেকটা শর্ট প্র্যাকটিস করতে করতে সে একজন সফল বাাঁহাতি ব্যাটসম্যান প্রমাণিত হয় এবং সেই বছর খেলা শিখতে যায়। আবারও ঠিক একবছর পর ডিসট্রিক্ট,সিএবি আরও নানা জায়গায় খেলার সুযোগ পায়।সেসব পরের কথা।কিন্তু যখন তার বাবা কোচিং ক্যাম্পে ট্রায়ালের আগে জিজ্ঞাসা করে যে-"তোকে তো ডান হাতে খেলতে দেখেছি তুই স্যার কে বাঁহাতি বললি কেন?"

-"আমি বাঁহাতি তো দেখই না"।

ডিউসের সামনে জীবনে প্রথম নেটে ওই ভারি গ্লাভস-প্যাড পরে ট্রায়ালে পাস হয়ে আসলে আবার তার বাবার প্রশ্ন করে-"বাঁহাতি কী করে হলি?"সে বলল,"আমি তো সৌরভের ফ্যান!"

                         ছেলেটা আজও বাঁ হাতে ব্যাট করে।পড়াশোনার চাপে ছাড়তে হয় খেলা।না আর প্র্যাকটিস করে না।খেলার জগত থেকে পুরোপুরিভাবে বাইরে কিন্তু যখনই সুযোগ পায় সে খেলে ঝড়-জল-রোদের মধ্যেও।আর এই হাত চেঞ্জ করার ভূতটা কেন চাপে?কারণ সে সৌরভের ফ্যান।একজন আসল ফ্যান।

                      হ্যাঁ।গল্পটা সত্যি।একটা শব্দ পর্যন্ত মিথ্যা না।আর সেই ছেলেটা যে ঘরের ষোলোটা টিউব আর শোকেসের কাঁচ ভেঙে বা হাতি হয়েছে সেটা আমি!খুব কম লোকই আমায় ডান হাতে খেলতে দেখেছে।আর এখন তো ডান হাতে ব্যাট ধরলেও যমের কথা মনে পরে।সবাই জানে আমি সৌরভের কত বড়ো ফ্যান।কিন্তু এটা কারুর জানা ছিল না,তাই সবার সাথে শেয়ার করলাম।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098