ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

মৃত আর অর্ধমৃতের ঠিক মাঝামাঝি হাঁটাহাঁটি করি সারাদিন,
প্রহর গুনি , কখন পাবো অক্সিজেন , কখন ঘুম নামবে চোখে ।

স্বপ্ন দেখি উড়ে যাওয়ার , আর ডানা ঝাপটাই বাস্তবে -
মন কে যতই বাইরে থেকে নাড়া দিই , উত্তর দেয় অজানা কোনো ভাষায় , অচেনা অনেক শব্দে ।

প্রিয় মুখেরা চাতক পাখির মত একটু শুধু কথা শুনতে চায় -
ঘুরি ফিরি ,জড়িয়ে রাখি ফাঁপা আমিকে অনেক রঙ্গিন ব্যস্ততায় ।

নিঃশব্দে স্বপ্ন আঁকতে আঁকতে ক্রমাগত আবেগ হারানো,
আমার নিজেকে প্রশ্রয় দেওয়ার মতো অসুখ ।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098