আমাদের প্রাত্যহিক জীবনে Internet এখন ওতপ্রোতভাবে জড়িয়ে। সকালে ঘুম থেকে উঠে পেপার পড়া থেকে শুরু করে কাজে বেরোনোর আগে গাড়ি বুক করা অথবা দুপুরে বা রাতে খাওয়ার এবং সারাদিনে কাজের ফাঁকে ফাঁকে facebook বা twitter, সব কিছুর সাথে জড়িয়ে আছে internet. আর তারসাথে বেড়েই চলছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। কাজেই চাহিদা বাড়ার সাথে সাথে বাড়ছে online এ ব্যবসা।
হোর্ডিং অথবা পেপারে বিজ্ঞাপন থেকে এখন আমরা অনেকবেশি অভ্যস্ত Online বিজ্ঞাপনে। যেমন ফেসবুকে হঠাৎ আসা শপিংয়ের advertisement অথবা ইউটিউবে মাঝে মাঝেই আসা বিজ্ঞাপন।
আর আপনি কী কিনবেন, কী পড়বেন, কী আপনার ভালো লাগবে সব নির্ধারণ করে দেবে সেই সাইটের লেখা অথবা Content.
চলুন এবার দেখে নি Bengali Content Writing নিয়ে জরুরি কিছু তথ্য।
Content কী? (What is Content?)
Content Writing এই শব্দটার সাথে আমরা সবাই এখন কমবেশি বেশ পরিচিত।
আগেই বললাম এখন Digital Marketing এর যুগ। আর এই digital marketing এর প্রধান চাবিকাঠি হলো কন্টেন্ট। শুধু digital marketing বললে হয়তো ভুল বলা হবে।
আপনি ইন্টারনেটে যা পড়ছেন সবই হলো content।
আর বাংলায় যা পড়ছেন এবং দেখছেন সেটাই হলো Bengali Content Writing. সেটা বিজ্ঞাপনের হতে পারে, টেকনিক্যাল হতে পারে অথবা শিক্ষামূলক থেকে আনন্দদায়ক যা খুশি তাই, সবই পড়ছে content এর আওতায়।
Content Writing কেন দরকার? (What is the importance of Content Writing?)
ইন্টারনেটের মূল বিষয়ই হলো ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সংযোগ ঘটানো। আপনি যেই মুহূর্তে ফেসবুক খুলে বসছেন সেই মুহূর্ত থেকেই ফেসবুকের আয় বাড়তে শুরু করছে বিভিন্ন ভাবে। সুতরাং এক্ষেত্রে আপনি ক্রেতা এবং ফেসবুক বিক্রেতা।
অথবা আপনি যখন কোনো কোনো Site এ কিছু একটা পড়ছেন বা দেখছেন সেই মুহূর্তেও আপনি হয়ে পড়ছেন সেই content এর ক্রেতা।
আর এখন একটা বা দুটো নয়, ইন্টারনেটে রয়েছে এমন হাজার হাজার site। সুতরাং প্রতিযোগিতা রয়েছে সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার। আর এই প্রতিযোগিতায় জেতার চাবিকাঠি হলো content writing. যার content যত ভালো, তার জেতার সম্ভবনা তত প্রবল।
Content Writing কেমন ভাবে কাজ করে? (How does content writing work?)
বিজ্ঞাপনদাতা এবং কোম্পানির বর্তমানে মূল অসুবিধাটা হলো user বা ক্রেতার কাছে পৌঁছনোর জন্যে সঠিক এবং দরকারি content এবং keyword এর অভাব।
ধরে নিলাম আমি ক্রেতা এবং আমার কিছু জিনিসের দরকার। সুতরাং সবার প্রথম আমি সেই জিনিস নিয়ে Google এ সার্চ করবো। এরপর প্রথম পেজের কয়েকটি লিঙ্কে খুঁজে নেব আমার দরকারি সবকিছু। আর এইখানেই আসে প্রতিযোগিতা- ‘Google এর প্রথম পেজে উঠে আসার’।
ছোট্ট করে এবার একটু জেনে নিন কিভাবে উঠে আসা যায় google এর 1st পেজে।
ইন্টারনেটে বর্তমানে আছে প্রায় লক্ষ-কোটি সাইট। আপনার তো কখনো মনে প্রশ্ন আসতেই পারে google বা bing কিভাবে তারমধ্যে তুলে আনছে দরকারি সাইট গুলো বা রাঙ্কিং নির্ভর করছে কিসের ওপর?
আসলে google বা bing ব্যবহার করে ‘Spider’ নামে একটি সফটওয়্যার। এই সফটওয়্যার ইন্টারনেট ঘুরে ঘুরে ইনডেক্সিং করে সমস্ত siteএর। ইনডেক্সিং মানে প্রত্যেকটি পেজকে পরপর সাজানো। এই গোটা পদ্ধতিকে বলে ‘Web Crawling’.
এই ইনডেক্সিং এ সাহায্য করে সেই সাইটের Content এবং ব্যবহৃত Keywords.
কোনো site কম শব্দে যত সহজে এবং যত সাবলীলভাবে তার কথা প্রকাশ করতে পারবে সেই siteই উঠে আসবে উপরের দিকে।
একটা ছোট উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যাক-
যে কোনো একটা ফোনের মডেল দিয়ে সার্চ করুন google এ। প্রথমেই থাকবে কয়েকটি অনলাইন শপিংয়ের সাইট। যেমন flipkart বা amazon বা snapdeal। কারণ তারা ফোনটা বিক্রি করার সাথে সাথে কম কথায় তুলে ধরে ফোন সম্পর্কিত মূল্যবান কিছু তথ্য।
সুতরাং google indexing এ তারা উঠে এসেছে প্রথমের সারিতে। এই তথ্যই হচ্ছে Content. আর content এইভাবেই বাড়িয়ে দিচ্ছে ব্যবসা।
Content Writer হওয়ার জন্য কী করবেন? (What are the things you must focus on to be a proficient content writer?)
Digital marketing এর যুগে তাই content writing এর কাজ এবং চাকরির সুযোগ উত্তরোত্তর বাড়ছে বিশ্বে। প্রায় সব কোম্পানিতেই এখন সুযোগ রয়েছে content writing এর চাকরির।
তবে যেই যেই বিষয়গুলো মাথায় রাখা দরকার সেগুলো হলো-
- কোনো বিষয়ে লেখার আগে প্রয়োজনীয় রিসার্চ।
- তারপর সেখান থেকেই দরকারি তথ্য সংগ্রহ।
- মেজর পয়েন্টগুলো এক জায়গায় আনা এবং স্ট্যাটিস্টিক্স থাকলে প্রয়োজনীয় URLগুলোকে hyperlink করা।
- এরপরেই আসে Creativity. Bangla Content Writing বা Content Writing এর ক্ষেত্রে কপি করার সুযোগ বলা ভালো নেই। ‘Grammerly’ এবং এরকম আরো অনেক এপ্লিকেশন আছে যেগুলো existing content কপি করতে দেয়না। সুতরাং পয়েন্টগুলো নিয়ে লিখতে হবে নিজের মতন করে, নিজের ভাষায়।
- অহেতুক বড় পোস্ট না লেখাই ভালো।
- তারপর editing। অহেতুক বাক্য কমিয়ে যতটা সম্ভব ছোট করে প্রকাশ করা।
এবং সবচেয়ে দরকারি এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো – Title এবং Subheads.
এই দুটো তথ্যের ওপরই নির্ভর করে search engine এর indexing। তাই মনে রাখা দরকার title এবং content এর introduction যেন মূল বিষয়টাকে কম শব্দে সাবলীল ভাবে প্রকাশ করতে পারে।
বাংলা Content Writing এর কাজের সুযোগ (Availability of jobs on Bengali Content Writing)
আমাদের দুর্ভাগ্যের বিষয় গোটা পৃথিবীতে বেশির ভাগ দেশই শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন ভাষায় content writing এর চাকরি দিনের পর দিন বিপুল সংখ্যায় বাড়ছে। কিন্তু Bengali Content Writing এ তেমনভাবে সুযোগ করে উঠতে পারেনি কেউ।
এর কিছু কারণ হিসেবে বলা যায় অনলাইনে তেমন ভাবে এগিয়ে আসছে না বাংলার কর্মসংস্থানগুলো। এমন নয় যে বাংলায় ক্রেতার সংখ্যা কম। ভারত বাংলাদেশ এবং আরো বিভিন্ন দেশ মিলিয়ে বাংলায় সার্চ করা মানুষের সংখ্যা অনেক বেশি কিন্তু, তথ্য কম।
কাজেই এক্ষেত্রে এগিয়ে আসতে হবে বাংলার সংস্থানগুলোকে।
ইংলিশের থেকে বাংলায় যদি পড়া যায় সমস্ত বিষয় তাহলে তা সবার কাছেই আরো বেশি গ্রহণযোগ্য হবে। যদিও কিছু সংস্থানে এখনো কাজ করে চলছে Bengali Content Writing নিয়ে কিন্তু, তাও মুষ্টিমেয় এবং অনুবাদকেন্দ্রিক। কাজেই বাংলার ব্যবসায়ী এবং সংগঠনগুলো অনলাইনে কাজের ক্ষেত্র বাড়ালেই দুপক্ষ তাতে সুবিধা পাবে একথা অনস্বীকার্য।
English Content Writer এর চাকরি যথেষ্ট আছে ভারতে তথা পশ্চিমবঙ্গে। খুঁজে নিতে পারেন বিভিন্ন job portel এ যেমন – Naukri, Shine, Monster, Timesjob এবং আরো অনেক।
কাজেই লেখালেখির নেশাকে পেশা হিসেবে গ্রহণ করার জন্যে Content Writing কে বেছে নিতে পারেন নির্দ্বিধায় এবং সবাই একসাথে এগিয়ে এলে Bengali Content Writing কেও।
No comments:
Post a Comment