ব্লগটগ - চমৎকার! চমৎকার লাগলো তোমার গোটা এক্সিবিশনটা। এইরকম একটা
কাজের
ইন্সপিরেশন কেমন করে এলো?
দেবী - এটা basically change
in space নিয়ে, আমি শুধু - space এর identity টা একটু
পাল্টানোর চেষ্টা করছি মাত্র।
আসলে every space has its own identity . আর space is identifiable by its work and the
quality, so gallery , exhibition hall এর concept টা ভেঙে যদি নতুন কোন space তৈরি
করা যায় সেটাই ছিল মূল ধারণা।
ব্লগটগ - এই exhibition এর plan টা কেমন করে এলো?
দেবী - আমি আসলে চেয়েছিলাম লোকজন Instagram বা facebook থেকে বেরিয়ে এসে live আমার কাজ গুলো দেখুক। এদিকে আমি আমার নিজের idea of space এ আমার কাজগুলো করি। এই ফ্ল্যাটটাকে আমি gallery আর studio এর মাঝামাঝি একটা জায়গায় আনতে চেয়েছি। একটা ঘরে studio এর vibe যেমন রেখেছি তেমনই দুটো ঘরে আমি শুধু আমার কাজ display করেছি।
![]() |
"In the Interim" |
ব্লগটগ - একটু তোমার আঁকা ছবিগুলো নিয়ে যদি
কিছু বল?
দেবী - আমি নিজে black and white কাজ করতে
খুব পছন্দ করি। তাই black and white এই
বেশিরভাগ painting গুলো আছে। প্রচুর কাকের ছবি,
পশুপাখির ছবি, বিল্ডিং এর ছবি আসলে এটা basically rural ar urban এর একটা সংমিশ্রণ
বলতে পার।
এর কারণ হিসেবে বলা যায় আমি urban
space এ যেমন প্রচুর সময় কাটিয়েছি তেমনই
শান্তিনিকেতন, পুরুলিয়ার বিভিন্ন গ্রামেও প্রচুর
সময় কাটিয়েছি। সেই সময়গুলো থেকেই তুলে ধরার চেষ্টা করেছি আমার একটা ছোট্ট পৃথিবী।
![]() |
"In the Interim" |
ব্লগটগ - Intimate space নিয়ে কবে থেকে কাজ শুরু করলে?
দেবী - Intimate space আমার তেমন কোন কাজ ছিল না কিন্তু I just started it because I
thought this is a great way to look at my work. আর আমার মনে হয় যখন সবাই আমার space এ এসে আমার কাজ দেখছে তখন তাদের সবার সাথে আমার interaction টা better হচ্ছে। আর আমি এই ব্যাপারটা খুব উপভোগ করছি। সবার জন্যে চা বানাচ্ছি, চা দিচ্ছি, সবাই আমার কাজ দেখে সরাসরি কথা বলছে - I love it so much.
![]() |
"In the Interim" |
ব্লগটগ - প্রত্যেকটা ঘরের কি আলাদা কিছু মানে আছে? মানে একটা ঘরে শুধুই photograph আর একটা ঘরে painting, এমন করেই সাজানো?
দেবী - না সেরকম কোন segregation নেই বললেই চলে। মোটামুটি সবটাই আমার aesthetics.
![]() |
"In the Interim" |
ব্লগটগ - ছবি আঁকার journey কবে থেকে শুরু?
দেবী - আমি ২০১২ থেকে painting শুরু করি তারপর
২০১৩ তে শান্তিনিকেতনের কলা ভবনে ভর্তি
হই। তারপর সেখান থেকে প্রিন্ট মেকিং ডিপার্টমেন্ট
এ। ২০১৬ তে দিল্লী তারপর আবার কলকাতায় ফিরে আসা। আমার ছবি আঁকার যাত্রাটাও একই
সঙ্গে চলেছে সাথে সাথে।
![]() |
"In the Interim" |
ব্লগটগ - তোমার আপাতত next plan?
দেবী - আমি এই intimate space টাই আপাতত
carry forward করতে চাই। অন্যান্য শহরেও করতে চাই exhibition.
![]() |
Debi Ganguly with Blogtog |
No comments:
Post a Comment