ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


মাননী’য় 
স্যার উচ্ছল কুমার ভদ্র

বিষয়: ২৫০ঘন্টা, ১১দিন, সোজা শিরদাঁড়া ও এক মানসিকভাবে পঙ্গু শিক্ষক 

কাউন্সেলিংয়ের মাধ্যেমে নিজেদের নিরাপদে থাকার অধিকার, রাতে শুতে যাবার সময় মাথায় সাময়িকভাবে বানানো সিলিং ভেঙে না পড়ে এইটুকু নিশ্চয়তার দাবী জানিয়ে নতুন হোস্টেলে থাকার অধিকার; হ্যাঁ বেসিক দাবী এইটুকুই।

Message's for the college authority


না অনশন নিয়ে ওরা আপনার কাছে, আপনাদের কাছে সহমর্মিতা চায় নি। দাবী গুলো যুক্তিসঙ্গত ভাবে রাখতে চেয়েছিল আপনার কাছে প্রিন্সিপ্যাল স্যার, যা ওরা শেষ ৩বছর ধরে করে আসছে।আর আপনি একদিন একটা কাগজ ধরিয়ে বললেন নতুন ১১তলা তৈরি হওয়া হোস্টেলে জায়গা পাবে শুধু প্রথম বর্ষ, অন্য কেউ নয়; অথচ নতুন হোস্টেলে জায়গা কিন্তু ছিলো স্যার সকলের। 

Hostel for 1st year student


হোস্টেলে সিট পায় নি যখন ১০০র ওপর ছাত্র আপনি তখন ব্যস্ত নতুন নির্মীয়মান হোস্টেলের পাহারাদার নির্বাচনে, আরো বড় ভুল করে বসলেন স্যার। আপনি যাকে পাহারাদার বানালেন(হোস্টেল সুপারিন্টেন্ডেন্ট) তার ইতিহাস চিৎকার করে বলে উঠল তিনি ডাক্তার কম তৃণমূলের গুন্ডা বেশী। আপনি র‍্যাগিং এর বাহানায় যেই সিনিয়ারদের  সাথে প্রথম বর্ষের বিভাজন ঘটানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন তাদেরই সমস্ত দায়ভার তুলে দিলেন  তৃণ-গুন্ডাদের হাতে? কীসের দায়ে স্যার?

Medical College of Kolkata


      ওরা প্রশ্ন করে উঠল; ৫ তারিখ শান্তিপূর্ণভাবে আপনার  ঘরের সামনে অবস্থান শুরু করলো ওরা। ঘরের এসি তো ঠিকই ছিল স্যার, তা হঠাৎ ওদের প্রশ্নে আপনার অসংবেদনশীল মনটায় কী এমন গাত্রদাহ হল যে আপনি বস্তাপচা একটা সিস্টেমের পুলিশ কে ডেকে পাঠালেন। রাত আটটার সময় আপনার তৈরি চিত্রনাট্য মতো কয়েকটা বই, বিছানা, বালিশ ধারী নিরীহ ছেলে-মেয়েদের প্রতি বীরের মতো হামলে পড়লো এ রাজ্যের টেবিলের তলায় লুকোনো পুলিশ। বিশ্বাস করুন স্যার আপনি শিক্ষক হিসেবে ফেল করলেও সেদিন পুলিশ গুলোর কাছে হিরোর মর্যাদা পেয়েছিলেন।আপনার গান স্যালুট কে ঠেকায়।

Medical College of Kolkata


      যাইহোক শ্লীলতাহানি, প্রতিবন্ধী ছাত্রদের ধাক্কা, এতো কিছুর পরও মাত্র ২০জন আহত হল যার মধ্যে মাত্র হ্যাঁ স্যার মাত্র ২জনের অবস্থা সংকটজনক। ছাত্ররা আমরণ অনশনে হল্লা বলল, হয় দাবী পূরণ নয় মৃত্যু। আপনিও এই আশাতেই ছিলেন।(গোপনে বলে রাখি স্যার) ভবিষ্যতে আপনার কানের পর্দা আর চোখ  মেডিক্যাল রিসার্চের বিষয়বস্তু হতে পারে। সব দেখতে- শুনতে পেয়েও কী করে একজন শিক্ষক প্রতিবন্ধীর মতো আচরণ করে। কালীঘাটে কাল প্রার্থনা করে আসবো আপনার জন্য হুইলচেয়ার পাঠাতে।

Aniket Chatterjee on hunger strike 


      ওরা অনশনে বসেছে আজ ১১দিন হল, অতিক্রান্ত ২৫০ঘন্টা। সোশ্যাল মিডিয়া অস্থির হয়ে উঠেছে। মিডিয়া আপনার মতোই শান্ত। আপনার ‘নির্মল ‘ চিত্তে ‘মাজি ‘র অবাধ যাতায়াত আপনাকে বলতে সাহস জোগায় “Don’t bother me”। এ ভাবেই আগামী আরো কিছু সময় চলতে থাকলে আপনার বঙ্গ- ভূষণ পাওয়া আটকাবে না তবে আপামর ভারতের শিক্ষপ্রেমীর কাছে, ছাত্রদের কাছে আপনি হয়ে থাকবেন খুনি শ্রী কুমার ভদ্র। কোন শিরোনাম টা আপনার দরকার ঠিক করুন আপনি; তবে অতি তাড়াতাড়ি। কারণ এর পরের ঝড় কে আপনি বা আপনার কোনো মাঝি থামাতে পারবেন না। ও হ্যাঁ একটা ওয়ার্ড ভুল বলেছিলাম ওরা কিন্তু “নিরীহ “একদমই নয় শত-সহস্র  হৃদয়ে আন্দোলিত, কিছু হলে কিন্তু পরিণাম হবে আপনাদের অথরিটির জন্য ভীষণই ভয়ঙ্কর।

Wall of Medical College of Kolkata


আসুন আমরা সবাই তাদের পাশে দাঁড়াই। প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে জোটবদ্ধ হই সকলে। মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে যেভাবে SFI লড়ছে.. 

Sujan Chakraborty at Medical College of Kolkata


এই লড়াইটিকে ছড়িয়ে দিই সমগ্র ছাত্রসমাজের মধ্যে। বৃহত্তর ছাত্র আন্দোলনই পারবে অথরিটিকে ন্যায্য সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করতে।

Medical College of Kolkata


ইতি
অনিয়ান রায়

ছবি- জিৎ চট্টোপাধ্যায় এবং বাসুদেব মণ্ডল।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098