একদিন পো়শাক হীন আমরা
দাঁড়াবো একে অপরের সামনে।
যেভাবে নগ্ন বৃক্ষেরা দাঁড়িয়ে থাকে পাশাপাশি।
ছুঁয়ে ছুঁয়ে থাকে শাখা প্রশাখা,
হাওয়ায় হাওয়ায় ভেসে থাকে পাতার আদর।
আমরা নগ্ন হয়ে দাঁড়াবো, কিন্তু উলঙ্গ হয়ে নয়!!
আমাদের ভালোবাসা কতটা শরীর কেন্দ্রিক,কতটা মন?
যাচাই করব নগ্নতার পারদে।
একদিন আমরা পাতার পোশাকে
অরণ্যবাস করবো।
যেভাবে বন্য পশুরা ছুঁয়ে ছুঁয়ে থাকে আদিমতা।
No comments:
Post a Comment