ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

Rakesh Kumar Biswas এর "Imagination"


আমি রাকেশ। শ্যামনগরের বাসিন্দা। ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলাম এখন পাস আউট। বিষয় কম্পিউটার সায়েন্স। আকাআকি ভালো লাগতো ছোটবেলা থেকেই কিন্তু পরিস্থিতির জন্যে বাড়িতে বলা হয়ে ওঠেনি বা তখন বললে বাড়ির লোক শুনতও না। তাই ব্যাপারটা ধামাচাপা পরে যায় তখনি। ইচ্ছাটা সুপ্ত অবস্থায় রয়ে যায়। আঁকাআঁকির প্রথাগত কোনও শিক্ষা আমার নেই। ক্লাস ফোরে একদিনের জন্যে গেছিলাম আঁকার স্কুলে। ভালো লাগলো না ছেঁড়ে দিলাম। আবার পেন পেন্সিল ধরি কলেজের ফাইনাল ইয়ারে । কাজ করছি ২০১৭ এর ২৯শে এপ্রিল থেকে। এত স্বল্প সময়ে প্রাপ্তির সংখ্যা অনেক, আমার মতো মানুষের কাছে এগুল ষপ্নাতিত। এত মানুষের ভরসা আর ভালোবাসা না পেলে আমি এই জায়গায় সত্যি আসতে পারতাম না। প্রত্যেকটি মানুষের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। বিশেষ করে একজনের কাছে যার জন্যে হাজার বাধা বিপত্তি পেরিয়ে সমস্ত ব্যারথতাকে ভুলে আমি এগিয়ে যেতে পেরেছি নিজের লক্ষ্যে। তাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নেই।
নানা পেজে কাজ শো করানোর মধ্যে দিয়ে আমার এই যাত্রা শুরুহয়
নিজের জন্যে আঁকতাম আর নিজের কাজের মাধ্যমে সবাইকে খুশি করতে চাইতাম আনন্দে রাখতে চাইতাম। সেকাজে কিছুটা হলেও সফল হয়েছি। বর্তমানে আমি একজন ফ্রিল্যান্সার হিসাবে নিজের জায়গা বানানোর চেষ্টা করছি। বেশ কিছু পাবলিশার্সদের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে এবং হচ্ছে। খুব রিসেন্টলি নিজের একটা পেজ খুলেছি পেখম নামে। সেটাকেই একটা ব্র্যান্ডের পর্যায়ে নিয়ে যেতে চাই যাতে আরও বেশি মানুষের সাথে নিজের কাজের মাধ্যমে   একটা সুষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারি। ভালোবাসা ছড়িয়ে পড়ুক এটাই আমার কাজের মূলমন্ত্র সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি নিজের মতো করে। 










































_______________________________________________________________________

মেইল করুন আপনার কবিতা, প্রবন্ধ, গল্প, ভ্রমণ, ধারাবাহিক, বই-এর সমলোচনা, ডিজিটাল আর্ট, অয়েল পেইন্টিং, স্কেচ, গ্রাফিক নোবেল, ডুডুল, কার্টুন, ভিসুয়াল আর্ট, ইলাস্ট্রেসান, ক্যালিগ্রাফি, ফটো ইলাস্ট্রেশন / ম্যানিপুলেসান, খেলা-ধুলো নিয়ে লেখালিখি, ধারাভাষ্য, উড়োচিঠি - blogtog18@gmail.com-এ, সাথে পাঠাবেন আপনার Faceook Link এবং আপনার একটি ছবি। সাথে থাকুন ব্লগটগের। পড়ুন, পড়ান এবং ছড়িয়ে দিন।

BlogTog is a new forum for creativity. We are trying to set a benchmark for all the independent talents so that they can freely flaunt their skills without any pressure. We will be glad if you lend your hand to support us in seeing into the future. Click on this Link - http://p-y.tm/P8c2Coihd




No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098