নিজস্ব প্রতিবেদন : টাকী,এক্কেবারে বাংলাদেশের সীমানায় ছোট্ট একটা মিউনিসিপ্যাল শহর। নলেন গুড়, ইছামতী নদী, গোলপাতার জঙ্গল ছাড়াও অনেক ঐতিহ্য ছড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এই শহরে। তেমনই একটি টাকী সরকারী জেলা গ্রন্থাগার। এবার ১০০ বছরে পড়ল এই লাইব্রেরী। বইপড়ার অভ্যেস যে এখনো আছে, ইলেকট্রনিক মাধ্যম আর সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার পাশাপাশি,বইও যে বিকল্পহীন তারই নিদর্শন এই ১০০বছরের ট্রাডিশন।
এই উপলক্ষে ছিল নানা কর্মসূচীর আয়োজন। তারই মধ্যে ছিল ক্যুইজ। স্থানীয় একটি ক্যুইজ গ্রুপ,কিউটোপিয়ার পরিচালনায় টাকী পৌরসভার সাংস্কৃতিক মঞ্চে এদিন চলল দারুন মজাদার ক্যুইজ শো। মূলতঃ স্কুল আর কলেজের ছাত্রদের নিয়ে হল এই প্রতিযোগিতা। বড় পর্দায়,ছবি-গান-সিনেমা-খেলাধুলো সব কিছু নিয়েই চলল প্রশ্নোত্তরের খেলা।
তবে ক্যুইজ মানে যে কেবল ওরাল এক্সামিনেশন নয় তাই বোঝাতে চেয়েছে কিউটোপিয়া তাদের কাজে। বই মানে যে শুধু সবজান্তা হয়ে ওঠার যন্ত্র নয়,তেমনই ক্যুইজ। কিছুটা তাৎক্ষণিক বিচার বুদ্ধি,কিছুটা অনুমানের ক্ষমতা, আর অনেকটা নতুনত্বের মজায় ভরে উঠল সান্ধ্যকালীন এই ক্যুইজ শো।
১০০ বছরের অনুষ্ঠানেও তাদের এই আয়োজন সার্থক হয়ে থাকল। এই ক্যুইজই হয়তো আরো অনেক পাঠকের মনে জানার ইচ্ছেটা বুনে দিয়ে গেল,যার ফলশ্রুতির হিসাব মিলবে লাইব্রেরীর রিডিং টেবিলে।
No comments:
Post a Comment