Rakesh Kumar Biswas-এর "মুহূর্তেরা"
আকাআকি ভালো লাগতো ছোটবেলা
থেকেই। আঁকাআঁকির প্রথাগত কোনও শিক্ষা আমার নেই। ক্লাস ফোরে একদিনের জন্যে গেছিলাম আঁকার
স্কুলে। পেন পেন্সিল ধরি কলেজের ফাইনাল ইয়ারে।
কাজ করছি ২০১৭ এর ২৯শে এপ্রিল থেকে। এত স্বল্প সময়ে প্রাপ্তির সংখ্যা অনেক, আমার
মতো মানুষের কাছে এগুল ষপ্নাতিত। নানা পেজে কাজ শো করানোর মধ্যে দিয়ে আমার
এই যাত্রা শুরুহয়। নিজের জন্যে আঁকতাম আর নিজের কাজের মাধ্যমে
সবাইকে খুশি করতে চাইতাম আনন্দে রাখতে চাইতাম। বর্তমানে আমি একজন ফ্রিল্যান্সার হিসাবে নিজের জায়গা
বানানোর চেষ্টা করছি। বেশ কিছু পাবলিশার্সদের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে এবং
হচ্ছে। আরও বেশি মানুষের সাথে নিজের কাজের মাধ্যমে একটা সুষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারি।
ভালোবাসা ছড়িয়ে পড়ুক এটাই আমার কাজের মূলমন্ত্র সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি নিজের
মতো করে।
আজকের এই কর্মব্যাস্তময়
জীবনে মানুষের মধ্যে দু ফোঁটা খুশির সঞ্চার করাই আমার কাজের প্রধান উদ্দেশ্য। ভালোবাসা ছড়িয়ে পড়ুক এটাই
আমার মূলমন্ত্র। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তারই ফলাফল মেঘবৃষ্টি চরিত্র দুটির
উত্থান। দৈনন্দিন জীবনের দুষ্টু মিষ্টি প্রেম ভালোবাসা খুশির মুহূর্তগুলোকে তুলে
ধরাই এই সিরিজের প্রধান উদ্দেশ্য ছিল। মেঘ বৃষ্টির মধ্যে দিয়ে সেই ছোট ছোট মুহূর্তগুলোকে
যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। তাই আমার এই সিরিজের নাম মুহূর্তেরা। মনের খুব
কাছের চরিত্র এই দুটি, ভীষণরকম ইমোশন জড়িয়ে রয়েছে এদের নিয়ে, নিজের সন্তানের মতো
এদেরকে লালন পালন করেছি। তাই এরা যদি নিজদের সরল নিষ্পাপ ভালোবাসার মধ্যে দিয়ে
মানুষের মনে একটু হলেও জায়গা করে নিতে পারে তাহলেই বুঝব আমার পরিশ্রম সার্থক
হয়েছে।
______________________________________________________________________
মেইল করুন আপনার কবিতা, প্রবন্ধ, গল্প, বই-এর সমলোচনা, ডিজিটাল আর্ট, ডিজিটাল আর্ট , পেইন্টিং , স্কেচ , গ্রাফিক নোবেল , ডুডুল , কার্টুন , ভিসুয়াল আর্ট , ইলাস্ট্রেসান , ক্যালিগ্রাফি , ফটো ইলাস্ট্রেশন , ম্যানিপুলেসান , খেলা-ধুলো নিয়ে লেখালিখি, ধারাভাষ্য, কৌতুক - blogtog18@gmail.com-এ, সাথে পাঠাবেন আপনার Faceook Link এবং আপনার একটি ছবি। সাথে থাকুন ব্লগটগের। পড়ুন, পড়ান এবং ছড়িয়ে দিন।
No comments:
Post a Comment