ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

স্বজাতিকতা – পায়েল সরকার বসু

"শুনছো ! বাবু নাকি দিল্লী গিয়ে racism  না কি বলে তার শিকার হচ্ছে। ও মাছ খায়, ভালো হিন্দি বলতে পারে না তাই নাকি ওকে নিয়ে সবাই হাসাহাসি করে। আচ্ছা বলতো এটা কোনো কথা হলো ! ছেলেটা এত ভালো নম্বর পেয়ে enginnering পাস করেছে , এত ভালো ইংলিশ বলতে পারে এগুলোর কোনো দাম নেই ! "  
প্রায় আর্তনাদের সুরে কথাগুলো বলে গেলেন মিত্র গিন্নি। চায়ের কাপটা হাত থেকে রেখে কিছু একটা উত্তর দিতে যাচ্ছিলেন মিত্র বাবু। তার আগেই রান্না ঘরে ঝনাৎ করে একটা শব্দ । কাজের মেয়ে রমার হাত থেকে পরে একটা দামি প্লেট ভেঙে গেছে। ছেলের কথা ভুলে প্লেটের শোকে চিৎকার করে ওঠেন মিত্র গিন্নি - "দিলি তো ভেঙে ! এই জন্য এই বিহারিগুলোকে কাজে রাখতে নেই । কাজ করে কম আর ক্ষতি করে বেশি"। 
"আহ গিন্নি ! ও তো আর ইচ্ছে করে ভাঙেনি "- পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন মিত্র বাবু । "তোর জন্য ওই সাউথ ইন্ডিয়ান বাড়ির কাজই ঠিক। না খাইয়ে রেখে দিত , ভাষাও বুঝতি না। ঠিক হতো। আমরা তোকে সুখে রেখেছি বলেই হাতির পাঁচ পা দেখেছিস"- মিত্র গিন্নির কথার ঝাঁজে মিত্র বাবুর বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে-
"গিন্নি সত্যিই racism কি বোঝে না"


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098