ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098



একটা গোটা অন্তঃরীক্ষ সাক্ষী আমার নিকোটিনের।
পোড়া লাশের গন্ধে মন পচে আসে বিশুদ্ধ আত্মার।
বেরিয়ে আসতে চায় তখনি
অথচ 'উপায়'ও আশ্রয় চায় খানিক।
 ফিরে আসার পথে অনেক করাঘাত।
বকুল ফুলগুলো পায়ের চাপে বেরঙিন।
গলা বুজে বেরিয়ে আসে ইতিহাস,
ইঁটের শহরে শয়তানের বাস।
এক নয়,হাজার নয়, অজস্র শয়তান অপেক্ষারত; 
বিশ্বাস ছিঁড়ে খায় ওরা।
শেষ পর্যায়ে এসে গান্ধিবাদ ছুঁড়ে ফেলি।
আদর্শর তরোয়াল হাতে এগিয়ে আসি।
বুক ফালা হয়,হাতে রক্তের স্রোত বওয়াই প্রতিনিয়ত,
নিজের সাথে লড়াই যে বড্ড কঠিন! 
পরিশেষে রক্তের নদীতে স্নান করে উঠে আওড়াব পরিশুদ্ধতার ইতিহাস।
কারণ একটা গোটা অন্তঃরীক্ষ সাক্ষী আমার নিকোটিনের

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098