- সৌরদীপ বর্দ্ধন
কোলকাতা জায়গাটা সত্যি একটু অদ্ভুত।একটা
শহরের ভেতরে এতগুলি 'শহর' বোধহয় আর কোথাও নেই।এতরকম 'shades of life' বোধহয় তিলোত্তমার
নিজস্বতা।
একটা কোলকাতা ভোরের জানান দেয় তো আরেক কোলকাতা রাত্রি জাগে; একটা কোলকাতার খেটে খাওয়া ঘাম ঝরে ফুটপথে আর আরেক কোলকাতার টাকা ওড়ে বাতাসে। একটা কোলকাতাতে হাওয়া বয়, অনেকটা ঢুকে আসে বস্তিতে আর কিছুটা ঢোকে highrise apartment এর একটু খোলা কাঁচ দিয়ে। একটা কোলকাতা শরীরকেন্দ্রিক আর আরেকটার মন খাতার পাতায় বন্দি থাকে চিরকাল; একটা মুখচোরা আর আরেকটা খুব বেশি প্রকাশিত।একটা রাস্তা যায় বইপাড়া দিয়ে আর আরেকটা ঘুরপথে যায় শোভাবাজার।একটাতে দালান আছে,ক্ষমতাহীন ঐতিহ্য আছে,ঘুড়ি ওড়ানো আছে,যৌথ পরিবার আছে,এখনো পাখি ডাকতে ভুল হয়না,দেয়াল খসে পড়লেও স্মৃতি আঁকড়ানো থাকে,ট্রাম আছে,লোকাল ট্রেনের গসিপ আছে,তাস আছে,আর আরেকটাতে গতিময়তা আছে,রঙিন কাঁচ আছে,কৃত্তিম ঠান্ডা হাওয়া আছে,নাইটক্লাব আছে,BMW আছে, কারখানা লকআউট আছে।
এই শহরের সব আছে ভিক্টোরিয়া থেকে CCD,পাতালরেল থেকে মেঠোপথ, তোবড়ানো
ব্যানার।
আসলে এই শহরে আমরা আছি।
আসলে এই শহরে আমরা আছি।
আবেগ,ভালবাসা,নিজস্বতা,স্বার্থপরতা,গরিমা,মাটির চায়ের ভাড়,গড়িয়াহাটের পাঞ্জাবি, বন্ধুত্ব্, প্রতিশোধ, একসাথে বিকেল শেষে ঘরে ফেরা, রাতের অত্যধিক আবেগ আদর ঘিরে আমরা আছি। এগুলি
না থাকলে বোধহয় বেঁচে থাকা হয়না, তাই বোধহয় বলা হয় তিলোত্তমা জীবন্ত, প্রাণময়, কারণ
আমরা আছি,আমরা 'কোলকাতা'।
No comments:
Post a Comment