আমি রোদে পুড়বো, বৃষ্টিতে ভিজবো
ফুল হয়ে ফুটবো, পাখি হয়ে উড়বো
আমি প্রকৃতি
হবো।
আমি জ্যোৎস্নার সৌন্দর্যের অবগাহনে সিক্ত হবো
আমি চৈত্রের পূর্ণিমা রাতে বসে বসে সুখতারা গুনবো
আমি প্রকৃতি হবো।
আমি নদীর উপর কল্পনার ঘর বানাবো
আমি হংস মিথুনের মতো ভেসে বেড়াবো
আমি প্রকৃতি
হবো।
আমি পাগল বাউলের মতো গাছের ছায়ায় একতারা বাজাবো
আমি লালন মেলায় সুরের বন্যায় হারিয়ে যাবো
আমি প্রকৃতি
হবো।
আমি কখনও শিশু, কখনও বৃদ্ধ হবো
কখনও পুরুষ আবার কখনও নারী হবো
আমি প্রকৃতির
সন্তান হবো।
আমি প্রকৃতি হয়ে প্রকৃতিকে জয় করবো
আমি প্রকৃতি হবো।
No comments:
Post a Comment