ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

- সৌরদীপ বর্দ্ধন


আমি প্রেম নয় প্রতিবাদ লিখি।
আমি বিক্ষুব্ধচিত্ত,
আমি প্রতিঘাত মানি।
কারন আমি  মুক্তি অান্দোলনের জীবন্ত

প্রতিকৃতি 
অথবা ষাটের দশকের রাস্তার অনামী পোস্টার।
আমি ২০০  কিমি দূরে থাকা সাঁওতাল গ্রামের বেওরারিশ লাশ দেখি প্রতিনিয়ত।
আমি নাটুকেপনা লিখি না আমি যুদ্ধ লিখি।
কারন আমি বেকারভাতার লাইনে দাড়ানো হতাশা কিংবা
আমি ৭টা ১০ এর নামখানা লোকাল এর গল্প জানি।
আমার স্বপ্নে দেবতা আসেন না
  কারন আমি লক আউট হওয়া কারখানার  হতাশা দেখেছি,
দেখেছি পাচার হয়ে আসা বেপাড়ার নতুন নারীমুখ। 
প্রেমিকার গড়ে তোলা কান্নার দুর্গ আমি নিমেষে ভাঙ্গি
কারন আমি ধর্ষিতা মেয়ের কান্নায় দাপড়ানো দেখেছি।
শুনেছি জঙ্গলে খুঁজে পাওয়া লাশের মায়ের বুকফাটা হাহাকার। 
আমি প্রেম লিখিনি কোনোদিন, 
আমি অপ্রেমিক,
তবে ভালবেসেছি কয়েকশত বছর।



No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098