ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


আজ সকালে অনামিত্র একটা স্বপ্ন দেখলো । ঘুম থেকে উঠে মাথার উপর ঘ্যানঘ্যান করে ঘুরতে থাকা সিলিং ফ্যানের উপর চোখ পরলো । আমাদের যেমন কিছু সময় মাথায় কোন ভাবনা কাজ করে না , অনামিত্রর তখন সেই অবস্থা । বেশ কিছুক্ষণ এরকম অবস্থায় থাকার পর ও উঠে বসলো । তখনই স্বপ্নে ওর পাতার মুখটা মনে পরলো । পাতা ছিল স্বপ্নটাতে । আরও অনেককিছু ছিল । ও উঠে একটা ঘোরের মধ্যেই বেসিনের সামনে গিয়ে টুথব্রাশটা বের করে দাঁত মাজতে লাগলো । বেসিনে নিজের মুখটা দেখে মুখটার পাশে আর একটা মুখ দেখতে পেল ও । পাতার মুখ । এটা ওর মাঝে মাঝেই হয় । এখানে বলে রাখা দরকার পাতা নামটা আদরের দেওয়া । মেয়েটির নাম পারমিতা । দাঁত মাজতে মাজতে ওর কয়েকদিন আগের একটা ঘটনা মনে পরলো । বর্ধমান থেকে সেদিন ওরা দুজনে একসাথে ফিরছিল । ভিড় ট্রেন।বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি ।  পাতা একটা জায়গায় হেলান দিয়ে ছিল। অনামিত্র ওর সামনে দাঁড়িয়ে ছিল । ভ্যানিটি ব্যাগের তলা দিয়ে দুজনে দুজনের কড়ে আঙ্গুল ধরে ছিল । তাকিয়েছিল দুজনে দুজনার চোখে আবার কখনও এটা ওটা কথা। মুহূর্তরা যেভাবে চুরি হয়ে যায় । কেউ একটা চুরি করে নেয়। এসব ছাইপাশ ভাবতে ভাবতে অনামিত্রর দাঁত মাজা শেষ হল । ও চায়ের জন্য জল গরম করতে শুরু করলো । স্বপ্নের কথাগুলো কোলাজের মত মাথায় আসছিলো। হরপ্পা সভ্যতার এক নগরীতে ও হাঁটছে । সামনে দিয়ে এক মেয়ের আভাস । তারপর বোধহয় তানসেন আকবরের দরবারে মেঘমল্লার বাজাচ্ছিলো। দর্শকদের মধ্যে ঘোমটা দেওয়া এক হিন্দু মহিলাকে ও দেখতে পেলো । হঠাত খেয়াল হল চায়ের জল ফোটার ভীষণ শব্দ । তাড়াতাড়ি গ্যাস নিভিয়ে চা বানিয়ে ও টেবিলে চা খেতে বসলো ।স্বপ্নের শেষের দিকে একটা পোড়ো রাজবাড়িতে এক মহিলার মুখ জানলার  ফাঁক দিয়ে দেখা গেলো । পাতার মুখের সাথে হয়ত মিল ছিল । নির্ঘাত ছিল ।  আরও অনেক কিছু দেখেছিল । এমুহূর্তে মনে পরল না। ওর মনে পরল কবির সেই বিখ্যাত লাইন  ‘ হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে ‘ । তবে কি পাতার জন্য ওকে হাজার বছর অপেক্ষা করতে হবে । পাতা যে অন্য কারও প্রেমিকা , তার বাগদত্তা । তবে কি কোন প্যারালাল ইউনিভার্সে ও দু-তিন হাজার বছর পথ অতিক্রম করে পাতাকে পাবে ? অথবা অজস্র পুনর্জন্ম পর । এসব ভাবতে ভাবতে ওর চোখ গেল সামনে রাখা ফুলদানির দিকে । ফুলদানিতে জলে পাঁচটা ফুল রাখা । দুটো ফুলের বৃন্ত একে অপরকে স্পর্শ করে আছে । ওর মাথায় একটা ইমেজ কেন জানি এলো। এক পাহাড়ি নদীতে পাথরের উপর বসে দুজন পা দোলাচ্ছে । দুজনেই বৃদ্ধ । মহিলাটি বৃদ্ধের পায়ে পা তুলে দিয়েছে । তার উপর দিয়ে নদীর জল বয়ে যাচ্ছে । কারও মুখ দেখা যাচ্ছে না । হাসির শব্দ । হাসিটা পাতার হাসির শব্দের মত কিছুটা ।


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098