![]() |
Starving Child and Vulture by Kevin Carter |
প্রতিহিংসা এসে দাঁড়ায়
নিস্তব্ধ শকুন
বাঁকা বড়শী
ঠোঁট ছিঁড়ে নেয় আদুরে
নরম
মেদবাহুল্য ।
বাহুল্য
উল্লাসেও হয় , হয় মদ্যপানেও
শূন্যতা ভরা
কাঁচের বোতল নি:শেষ হওয়া
স্বপ্নের
দুঃখে গড়িয়ে যায় , ডুব লাগায়
গঙ্গার ঘোলাটে
ঘিয়ে জলে ।
জলে ভেসে যায়
সাদাটে ফোলা লাশ যতো
বেওয়ারিশ ,
ঠুকরে টুকরো কামঠ দাঁত রূপোলী ।
রুপোলী
ফ্যাকাসে আলো মরা চাঁদ , জং ধরেছে
চন্দ্রিমার
ভালে , জং লেগেছে ল্যাম্পপোস্টের পায়ে ।
টলোমলো পায়ে
মাতালের বুকে বাজে শিশুস্বর ।।
No comments:
Post a Comment