জুলাই মাসের আলো নিভে যাওয়া রাতে
বৃষ্টির টুপুর টাপুর শব্দে
লালচে নীল চাঁদহীন আকাশ
আর জ্বলন্ত সিগারেটের ঘ্রাণে
দুচোখে ভীষণ ভয়ের প্রতিচ্ছবি দেখেছো ?
মৃত্যুর ভয় , বেদনার ভয় , বিষাদের ভয়
অথবা একাকীত্ব , প্রেমহীন নির্জনতার ভয়
পেয়ে দেখেছো কিনা একবার বলো ।
তুমি বলেছিলে
“ তোমার জন্য সমস্ত খ্যাতির মোহ আর ঐশ্বর্য
ত্যাগ করতে পারি । “
শুনে সে ছিল নীরব ।
তুমি তো জানতেনা তার লালসার কথা
অথবা অবাস্তব চেতনায় ভরা আস্ফালনের শহরে
কাঁচের মাঝে তার অবাস্তব প্রতিবিম্ব দেখার স্বপ্ন ।
তুমি যে মেঘময় বিষাদ , বোদলেয়ার আর
বৃষ্টি অথবা দেওয়ালের ফাটল দিয়ে গড়িয়ে যাওয়া
আলোর প্রেমিক ছিলে ।
তুমি যে নির্জনতা , নিস্তব্ধতা চেয়েছিলে ।
আজ দেখো
তুমি নির্জন দ্বীপে সাধনা করছো
আর তোমার চারপাশে ঢেউয়ের শব্দে সেতারের মূর্ছনা
অথছ তোমায় বাঁচাতে
ওরা কোন জাহাজ , এমনকি নৌকাও পাঠাবে না।
No comments:
Post a Comment