স্মৃতি বিস্মৃতির অতল গহ্বরে ,ওই যে তারা ওই যে রে ভিড় করে,
নৌকা কোথায়,কোথায় গেলে মাঝি ? সাঁকো র তীরে এই যে দাঁড়িয়ে আছি।দুলছে অমোঘ স্মৃতির বিড়ম্বনা,
এই যে তীরে আমি দাঁড়িয়ে আছি,
সুদূর কোন তেপান্তরের পাড়ে,
অগম কোন গহীন সরোবরে,
ভ্রমর কোথা, কোথা সে রাজার ছেলে,
এক কোপে সে কাটবে ভ্রমরখানা,
রক্তপাত বুকের মধ্যে নিয়ে সোনার কাঠি ছোঁয়াবে কন্যাকে।
এই যে তীরে দাঁড়িয়ে আছি
আমি,রাজকন্যার গল্পখানি নিয়ে ,
কোথায় মাঝি ,কোথায় সে বন খানি।
স্মৃতির ভিতর, বাহিরে মেঘ করে,
বৃষ্টি ,অতি বৃষ্টি নামে মাঠে,
নদীর বুকে , নদীর বিপদ বাঁকে,
দাঁড়িয়ে আছি স্মৃতির গহ্বরে,
এই যে আমি দাঁড়িয়ে আছি হাতে
সোনার কাঠি ,রূপার কাঠি নিয়ে।
No comments:
Post a Comment