ছোটবেলার
অনুভূতি হাতড়ে বেড়াতে গেলে অনেক কিছু উঠে আসে আর মন সেগুলো নিয়ে বিভোর হয়ে পড়ে । আমার সেই অনুভূতির
আলমারিতে অনেকটা জায়গা জুড়ে আছে দূরদর্শন বেসিক্যালি ডি ডি ওয়ান । তাছাড়া অন্য চ্যানেল
তো আছেই ...
1985 এর পৌরাণিক
সিরিয়াল " বিক্রম বেতাল " এর কন্সেপ্ট নেওয়া হয় বৈতাল পঁচিশী থেকে যেখানে
রাজা বিক্রমকে ভৌতিক চরিত্র বেতাল পঁচিশটি গল্প শোনায় এবং তার নৈতিকতাও ।
এর সাথে সাথে
"নুক্কর" ভালো ড্রামাটিক এপ্রোচ নিয়ে দূরদর্শনে সাড়া ফেলে যার কিছু চরিত্র
খোপরি , কেদার ভাই ... ভোলা যায়না।
আমাদের প্রিয়
শাহরুখ খান আত্মপ্রকাশ করে ডি ডি ওয়ানের " ফৌজি " সিরিয়াল (1989) দিয়েই ।
এরপর মধ্যবিত্তের টানাপোড়েন নিয়ে বানানো " ওয়াগলে কি দুনিয়া" তেও আমরা শাহরুখের
ক্ষণিক উপস্থিতি দেখেছি । শ্রীনিবাস ওয়াগলে চরিত্রটি সূক্ষ্ম ভাবে ফুটিয়ে তুলেছিল ছোট
ছোট কত অসুবিধে সুবিধে নিয়েই জীবন , আসলে কোথাও না কোথাও গিয়ে গল্প জীবন থেকেই তৈরি
হয় ।
1990 র পর থেকে
তৈরি কিছু অসামান্য প্রোগ্রাম দাগ রেখে গেছে আমাদের জীবনে যদিও তা কোথাও পৌরানিক কোথাও
আবার আরবীয় গল্পকথার বহিঃপ্রকাশ । 1993 তে সম্প্রসারিত "কৃষ্ণ" এবং
" আলিফ লায়লা " বহুলভাবে জনপ্রিয় হয়.........কৃষ্ণের বাল্যকাল , তার লীলা
,প্রেম এবং বৈবাহিক জীবনের পাশাপাশি মহাভারতের ছবি এবং তাতে গীতার বক্তব্য গুলো সুন্দর
ভাবে উপস্থাপিত হয়ে উঠেছিল দর্শকদের কাছে । আরবী রূপকথার সম্ভার ছিল " আলিফ লায়লা
" ......
প্রায় 2 বছর দুটো
সিজনে আমাদের মাতিয়ে রেখেছিল দেবকী নন্দন ক্ষত্রির নভেল " চন্দ্রকান্তা
" থেকে অনুপ্রাণিত অন্যতম ধারাবাহিক চন্দ্রকান্তা , ক্রুর সিং এর সেই লুকস কে
বোধ হয় সবাই মনে রেখেছি ।
শরদিন্দু বন্দোপাধ্যায়ের
রচিত বিখ্যাত ব্যোমকেশ বকশী আমাদের শৈশব উজ্জ্বল করে রেখেছিল , রণপা চড়ে ডাকাতদের উপস্থাপনা
অবাক করে দিত ছোট ছোট মন গুলোকে ।
আর ডিটেকটিভ গল্প
যখন উঠবে তখন আমরা ইন্সপেক্টর ভারত কে মনে করবোই ...1999 সালের অধিকারী ব্রাদার্সের
বিখ্যাত সিরিজ ! সোমবার রাত দশটা মানেই " সুরাগ "।
যারা নাইনটিস
কিড ,তাদের "বেস্ট চাইল্ডহুড" মেমোরিসের একটু অন্যতম অংশ হলো বিনোদ রাঠোরের
গলায় শোনা একটি গান ,
"Shaktimaan shaktimaan shaktimaanAdbhut adamya saahasKi pari bhaasa haiYe mitati maanavta ki aasha haiYe shrishti ki shakti ka vardaan haiYe avtar nahi hai ye insaan haiShaktimaan shaktimaan shaktimaan "
শক্তিমান অসীম
শক্তি দিয়ে সে দুষ্ট তমরাজ কিল্বিসের সব পেয়াদাদের শেষ করে দেয় । শক্তিমান তার শক্তি
অর্জন করেছিল জল , বায়ু , অগ্নি , আকাশ আর পৃথিবী এই পাঁচটি জিনিসের
ধ্যান আর তপস্যা করে ....তার সাধারণ মানুষের মতো একটা রূপ ও ছিল পন্ডিত গঙ্গাধর হিসেবে। " আজ কি আওয়াজ " নিউজ চ্যানেলের রিপোর্টার
গীতা বিশ্বাসের সাথে একজন ফটোগ্রাফার হিসেবে শক্তিমানেরই নিউজ কভার করবার কাজ করতো
ফানি গঙ্গাধর !
এসব ছাড়াও সাইন্স ফিকশন চরিত্র ক্যাপ্টেন ভিওম কে ভোলা সম্ভব
না , মিলিন্দ সুমনের অভিনীত এই গল্প উপস্থাপনা করে স্পেসশিপ ,এলিয়েন ,উপগ্রহ , উল্কাপাত
আরো কত কি .... সেই ছোট্ট বয়সে অবুঝ গল্প ছিল ও কিছুটা হলেও ।
স্বামীনাথন আর
তার বন্ধুদের মনে আছে তো ?
দক্ষিণ ভারতের
গুণী লেখক এস.কে . নারায়ণ এর রচিত "মালগুড়ি ডেইজ" 2004 সালে সম্প্রসারিত
হতো দূরদর্শনে ...যেমন সুন্দর ছিলো টাইটেল ট্র্যাক তেমনি সব এপিসোড ... ভুতের ভয়ে পালানো
পুঁচকু গুলোর অভিনয়ে মুগ্ধ আমরা সত্যি এখনো ওই সময় গুলোকে খুবই মিস করি ।
এছাড়া আরো অনেক
চরিত্র যা আমাদের ছোটবেলার অংশ , সব হয়তো লিখেও শেষ করা যাবেনা ...তবুও ছোটবেলার দিনগুলোর
অবিচ্ছেদ্য গল্পের সারিতে এদের নাম রয়ে যাবেই ।
No comments:
Post a Comment