কাপ,প্লেট নিয়ে কাপ্লেট লিখতে বসে ,
অন্তমিলে অনুরাগের ছোঁয়া-
হাজারো প্রশ্নকে সস্নেহে আস্কারা
অভিমানী চাউনি আর বিশেষণে কাজল,মাস্কারা;
তুই থেকে থমকে থমকে তুমি,
মধ্যরাত থেকে কাকভোরে নাইটস্কিম আর টকটাইম
ভ্যালেন্টাইনের ভায়োলেট গোলাপ, কিম্বা
বাবার পকেটে ক্লিপ্টোমানিয়া ভাইরাসের ভয়াল থাবা,
সবেতেই তোর নাম ছাপা আছে
না,না, চক দিয়ে লেখা না,
হিটপাঞ্চ! তুই চাইলেও উঠবেনা।
No comments:
Post a Comment