- প্রিয়ামৃতা চ্যাটার্জী
ওদের সাংসারিক
আলাপ শুনতে শুনতে রোজ আমি রান্নাঘরের কাজ সারি । ভোর পাঁচটায় যখন আমার ঘুম ভাঙে ঠিক তখনি ওদের বাড়িতেও সকাল শুরু হয় । বাবা মায়ের কথা বার্তা
, বাচ্ছাদের চেঁচামেচি সব মিলিয়ে বেশ জমজমাট
ব্যাস্ত সকাল । আবার সন্ধ্যের আগে আগে আমরা সবাই একসাথে ফিরে আসি। কুলায় ফিরে এসে দু বাড়িতেই একসাথে চলে সারাদিনের গালগল্প।
তবে সূর্য্য ডুবলেই
ও বাড়ি চুপচাপ আর আমার সংসার চলতে থাকে রাত এগারোটা অব্দি এটুকুই যা পার্থক্য ।
কাল সকালে উঠে
দেখি ওদের বাড়ির একটা ছোট্ট ছানা আমার বারান্দায় এসে বসে আছে। বুঝলাম তিনি সদ্য একটু
একটু উড়তে শিখেছেন আর সে বিদ্যে ফলাতে গিয়ে সোজা আমার ব্যালকনি তে ল্যান্ডিং। কি আর করা যাবে নিজের প্রস্তুতি বাদ দিয়ে লেগে পড়লাম তার সেবায় । অফিস এ বেরিয়ে যাওয়ার আগে খানিকটা খাইয়ে খালি কর্নফ্লেক্স এর বাক্স তে ঢুকিয়ে রেখে
গেলাম | অবশ্য এরই মধ্যে আমার
ছানা বেশ গুরুগম্ভীর ফরমান জারি করে স্কুল এ চলে গেছেন "আমরা কিন্তু ওকে পুষবো
।"
বিকেলে বাড়ি এসে শুনলাম ওর বাবা মায়েরা নাকি সারাদিন
কিচির মিচির করে আমাদের বাড়ির চারিদিকে বাচ্চা কে খুঁজে বেরিয়েছে । কিন্তু নিজেদের সীমানা ছেড়ে মানুষের সীমানায়
ঢোকার সাধ্যি যে তাদের নেই । তবে সে কিন্তু একদম চুপচাপ । খাবার দিলে খাচ্ছে আর বাক্সের ডালা খুললেই চাইছে কচি ডানায় ভর
করে উড়ে পালাতে । কি যেন, বাবা মায়ের কোলছাড়া
হওয়ার নিরাপত্তাহীনতা হয়তো এভাবেই সন্তানকে স্তব্ধ করে দেয় । যতই সে নিরাপদ আশ্রয়ে
থাকুক না কেন ।
ইতিমধ্যে বাড়িতে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে যত্ন আত্তি
করে একটু বড়ো করে একে পোষ্য বানানো হবে । এভাবেই কাটল দু রাত্তির। সেবা যত্নের কোনো
ত্রুটি নেই | বাক্সের মধ্যে নরম কাপড়
পেতে তার বিছানা বানানো হয়েছে। পিসবোর্ড কেটে
পাখির ঠোঁট বানিয়ে তা দিয়ে ছোট্ট ছোট্ট আটার গুলি খাওয়ানো হচ্ছে । একটা নামকরণ ও হয়েছে "ফুড়ুৎ" |
সকালে খবরের
কাগজে চোখ বোলাচ্ছি, চোখ আটকে গেলো টেক্সাসএর বর্ডার প্রটেকশন ফেসিলিটি তে শুয়ে থাকা
শিশুদের ছবি তে, বাবা মা পরিবারের
কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসা হয়েছে তাদের । অপরাধ ? সীমানার বাইরে পা রাখা ।
বাড়ির সবাই জেগে
উঠবার আগেই ছাদ থেকে পেড়ে নিয়ে আসি লম্বা মই । হাচড়ে মাচরে কোনো রকম
তার ওপর উঠে, ফুড়ুৎ কে গুঁজে দি রান্নাঘরের
ঠিক ওপরে পুরোনো রেইন ওয়াটার পাইপের ভেতর বানানো ওদের বাড়িতে। এই প্রথম
ডাকতে শুনলাম ওকে, আনন্দের চিৎকার চি...রি...ক... |
রাতে শুয়ে ছেলেকে
বুঝিয়েছিলাম "মন খারাপ করিস না, ভেবে দেখ , তুই যেমন মায়ের কাছে শুয়ে আছিস, ফুড়ুৎও তেমনি আজ ওর মায়ের ডানার তলায় নিশ্চিন্তে ঘুমিয়ে আছে | যতই আরামে রাখিস তবু বাবা মায়ের কাছ থেকে
বাচ্চা কে আলাদা করে দেওয়ার মতো কষ্ট আর নেই রে |”
সভ্য মানুষ হওয়ার প্রথম পরিচয় যে মানবিকতা |
No comments:
Post a Comment