ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

~তমা সেন


একদিন জানাজানি হবে আমাদের দেয়া-নেয়া নি:শ্বাসের শব্দ,
জানাজানি হবে আমাদের বইয়ের ভাজে চ্যাপ্টা গোলাপ।
শুধু জানাজানি হবেনা আমরা কে কার ছিলাম নাকি ছিলাম না!
জানাজানি হবে আমাদের আলাদা স্বপ্নে মুড়ে দেয়া একটাই ঘর।
শুধু জানাজানি হবেনা ঘর বাঁধতে চেয়েছিলাম কিনা!

জানাজানি হবে হাতে হাত রাখা গুলো,
জানাজানি হবে চোখের ভাষা গুলো।

 শুধু জানাজানি হবেনা হাত রাখা পাশে থাকা না,
জানাজানি হবেনা চোখে বলা মিথ্যে গুলো।

কেউ জেনে গেলেই বলে দেবে ভালই আছো,
ভালই থেকো
কিন্তু যে বুঝবে সে বলবে এর চেয়ে তো ভাল থাকা যেতো!



No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098