ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

- সারিয়ার্ন আচার্য


লেখালিখিটা সত্যি বলতে আমার কাছে মুক্তি সাধন ।
যার মাধ্যমে আমার ইচ্ছেরা মুক্ত হয় ।

আমার 'ইচ্ছেমৃত্যু' সিরিজের এর এই কবিতাগুলো আমার একান্ত চোখে দেখা জগৎ ও স্বপ্নইচ্ছে ।

১.
সময়ের সাথী
_

সবাই তো সময়ের সাথী
দূর সময়ে পাশে কেউ নেই ।
এটাই তো মানুষের পরিচয় ;
আজ সত্যি, সত্যি বলে কিছু নেই ।।

অহংকার আর অভিমানে ;-
ডুবে গিয়েছে মনুষ্যত্বহীন তত্ত্বানুসন্ধানে ...
ফিরিবনা আমার কি আর
সত‍্যের মর্ম সত্যেরও মাঝখানে ?

২.
অতিউন্নয়ন
_

পাখিগুলো মাটিতে লুটিয়ে পড়ল ,
কুঁড়ে ঘরও শুন‍্য ।
তারই মাঝে প্রচণ্ড হট্টগোল -
আগুন জ্বলছে শষ্য খেতে ।

কারণ উন্নয়ন হচ্ছে ।

ওই জঙ্গল কেটে অট্টালিকা
মানববিল্পব ,
স্থলভাগ চাই একটু বেশি সমুদ্রের চেয়ে
প্রকৃতি দূষণ ।

মানুষ পৃথিবীর সবচে উন্নয়নশীল প্রাণী ।
তাই মানুষ করছে সৃষ্টি খুন ।

উন্নয়ন ধ্বংসের কারণ নয় -
ধ্বংসের কারণ অতিউন্নয়ন ।।

৩.
বিবাদ থেকে বিনয়
_

বিবাদ থেকে বিনয়
বাসনা বোধহয় লুপ্তপ্রায়
এই বিভীষিকা জগৎময় ।

বতর্মান তীব্র লালসা পরিচালনায়
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রমনা নিষ্ঠা
নিয়েছে গভীরে আশ্রয় ।

আরাধনা ক্লান্ত বঞ্চনায়
ধর্মানুরাগ ধ্বংস
শুধুই সুন্দর পরিণয় ।।

৪.
অঘটন শুধু ঘটনা নয়
_

ব‍্যস্ত শহর স্তব্ধ এখন
ক্রীতদাসের অশ্রুর মিটলো না যে চেতন

ওহে সাহসী, সাহস কই ?
বোকাবাক্সে নাকি বন্দী বিল্পবীদের বই !
রাস্তা ভর্তি শহীদদের রক্তের ধুলো
পতাকা নয়, মোমবাতি জ্বালো ।

নেতা বলে ও ভাবেই চলো
তুমি তো খুব ভালো ।
বুক চেচিয়ে পার্টির নাম বলো_
আত্মসম্মানবোধ চুলোয় গেলো ।

তবে জেনে রাখো :-
"অঘটন শুধু ঘটনা নয়
এর জন্য,
কোনো মা,য়ের কোলও
শূন্য হয় ।।"

৫.
একত্ব

মন থেকে 'আমি'
ভাবটা সরাতে হবে ।

তারপর,
নিজের সাথেই লড়তে হবে ।
হেরে গেলেও ক্ষতি নেই
আবারও চেষ্টা করতে হবে ।

তবে, হারিয়ে গেলে
তুলিয়ে যাবে ।
তুলনা বিহীন গভীর
পথে নিঃস্ব হবে ।

সুতরাং, মন থেকে "আমি"
ভাবটা সরাতে হবে
'একত্ব' গড়তে হবে ।।

৬.
বদ্ধমূল ধারনা

এই ছোট অঞ্চলে,
সবাই তো আমাদের ।
এটাই আমাদের
- বদ্ধমূল ধারণা ।
নেই কোনো সীমান্ত,
নেই কোনো বিভাজনের কান্ডকারখানা ।
আছে শুধু, দুঃখে-সুখে
পাশে থাকার দৃঢ় পরিকল্পনা ।

৭.
"আমার একখানা বন্ধু চাই ,
যে 'বন্ধুত্ব'টাকে ভালোবাসাবে ।"


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098