"কথা ছিল হেঁটে যাবো ছায়াপথ"...
না ঠিক ছায়াপথ নয়, কথা ছিল হেঁটে যাব রাজপথ...
সত্যিই সেরকমই কিছু একটা কথা দেওয়ানেওয়া করে শুরু করলাম
পথ চলা।।
সেই সময়ে আমাদের কফি হাউস ছিল না, একটা রোড সাইড ক্যাফেটেরিয়া ছিল, সস্তার চা আর ডিম টোস্ট ছিল, আমাদের লিংকিন পার্ক বা বব ডিল্যান ছিল না, আমাদের কাছে ছিল শিকল ভাঙার একটা বজ্র কঠিন
মন্ত্র, কখনো হাত ধরে ঘোরাঘুরি ছিল না, ছিল একটা ব্রিগেডের মাঠ......
এই পাওয়া না পাওয়ার ভিড়ে আমাদের একটা আদরের ডাকনাম ছিল।।
অভিযোগ অনুযোগ ছিল, আবার একছুটে চলে যাওয়া শেষ দিনের বইমেলাও ছিল।।
এত কিছু না থাকা আমাদের কখনও আলাদা করেনি বরং আরও এককদম এগিয়ে যাওয়ার শপথ দিয়েছিল।।
আসা আর যাওয়ার এই মুহুর্ত গুলো ফ্রেমবন্দী করার উপায়ও ছিল না।। কিন্তু যদি সময় মেশিন ফিরিয়ে দিতে পারতো ওই দিনগুলোকে.....
রাস্তার পাশে দাঁড়িয়ে শুধু চলে যাওয়াটা দেখে গেলাম।।
একটা মিথ্যে প্রেমের সত্যি গল্প।।
মুহুর্ত বেঁচে থাকুক।।
রঙীন দিন গুলো বেঁচে থাকুক।।
এই পাওয়া না পাওয়ার ভিড়ে আমাদের একটা আদরের ডাকনাম ছিল।।
অভিযোগ অনুযোগ ছিল, আবার একছুটে চলে যাওয়া শেষ দিনের বইমেলাও ছিল।।
এত কিছু না থাকা আমাদের কখনও আলাদা করেনি বরং আরও এককদম এগিয়ে যাওয়ার শপথ দিয়েছিল।।
আসা আর যাওয়ার এই মুহুর্ত গুলো ফ্রেমবন্দী করার উপায়ও ছিল না।। কিন্তু যদি সময় মেশিন ফিরিয়ে দিতে পারতো ওই দিনগুলোকে.....
রাস্তার পাশে দাঁড়িয়ে শুধু চলে যাওয়াটা দেখে গেলাম।।
একটা মিথ্যে প্রেমের সত্যি গল্প।।
মুহুর্ত বেঁচে থাকুক।।
রঙীন দিন গুলো বেঁচে থাকুক।।
No comments:
Post a Comment