তোমার আমার মাঝে
যতটা দূরত্ব ভাবছো সেটা ভুল–
একটা পাহাড়,একটা মরুভূমি
ও একটা খরস্রোতা পেরিয়ে
হাতে একটা আধখানা বিকেল নিয়ে এলে
আমাকে ছুঁতে পারো।
তুমি চাইলেই গ্রহ থেকে গ্রহনুতে
সেতু তৈরি করা যায়।
তুমি চাইলেই চল্লিশ বছরের
পুরোনো চিঠি খুলে দেখা যায়।
তুমি চাইলেই আবছা দৃষ্টিতেও
স্বপ্ন দেখা যায়।
তুমি চাইলেই সমাজের চোখে চোখ
রেখে বলিরেখার মাঝে
প্রেম প্রতিষ্ঠা করা যায়।
No comments:
Post a Comment