শ্রাবণ ফিরে
এলো আাবার,
ফিরে এলো
রিমঝিম বৃষ্টির
রিনঝিন শব্দ
নিয়ে।
মেঘের ভারে
আকাশ কালো
মন কেমনের
দুপুর বেলা
জানলাটা তাই
আছে খোলা।
পাখীগুলোর ভেজা ডানা
চাঁপা গাছের
ডালে বসে
কান পেতে ওই
যায় শুনে যায়
আকাশটা আজ
ডাকছে কোথায়।
ঘোমটা পড়া
বউটি কেমন
দুপুর বেলা
ছাদে ওঠে
আধশুকনো কাপড়
তোলে
হয়না দেখা মেঘ
ভরা ওই আকশটাকে,
সংসার যে
দেয়না ছুটি
স্বপ্ন দেখায় হয় যে ফাঁকি।
জানলাটা আজ
একটু খোলা
উদাস চোখে বৃষ্টি পড়া
কবে যেন ভিজেছিল,
শ্রাবণের এই বৃষ্টিধারায়,
আজকে যেন
ব্যস্ত বড়
রান্নাঘরে
ভাতের হাঁড়ি,
চায়ের গন্ধে ভেজা দুপুর,
মনখারাপের মন
রাঙাতে
আসবে কি কেউ
অফিস ফেরত?
সেদিন যেমন
আসত ছুটে
যুঁই ফুলের ওই
মালা হাতে,
সময় শুধু
গিয়েছে বয়ে,
মনটা এখনও
রয়েছে ভিজে।
শ্রাবণ এসেছে
ফিরে,
সে কেন রইল
দূরে
অভিমানে মুখ
ফিরিয়ে,
জানলাটা যে
এখনও খোলা
মনের মাঝে
বাদল দোলা
বৃষ্টিভেজা দুপুর বেলা।।
No comments:
Post a Comment