এসো তলিয়ে যাও
এত খেয়োনা ,হৃদয়ের জন্য খারাপ, হৃদয়ের যত্ন নাও, ওখানে এক শতক জমি
রেখো আমার জন্য।
তোমার চিবুক ডিমের মত মসৃণ
হাত দিয়ে ছুঁয়ে দেখি আমি
তুমি হেসে দাও চোখ না নামিয়েই
এখন জুলাই মাসের মনোরম বিকেলবেলা
একটা দিনের জন্য এসো
আমাকে বাঁচাতে হবে
আমাকে বাঁচাতে এসো
দরকারী কাজকমমো তোমার
মুলতুবি রাখো।
প্রসাদগুন তোমার দৈবাধিক বলে মনে করি না
আমি
যা কিছু মানুষের গুন, শয়তানের গুন তোমার
আমার জন্য পাল্টে ফ্যালো নিজেকে।
হোর বিচ স্লাট মহাপ্রাণা যাই হও
তালা দেওয়া দরজার চাবি রাখো তুমি,
আমি চাবির ছিদ্র পরিষ্কার করে রাখছি
একটা দিনের জন্য এসো
তারপর অসময়ে চলে যাবে
No comments:
Post a Comment