ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


দুবছর হলো কলেজ পাস দিয়ে বসে আছে ক্লডিয়া,কাজ নেই।
তারের ও প্রান্তে যেতে হবে ঠিক করে নেয়।তাছাড়া মাইকেল ও তো আছে ওদেশে, মাইকেল ওর বয়ফ্রেন্ড।
নির্বাচনী প্রচারের সময় তার  এজেন্ডা পরিষ্কার করে দিয়েছিলেন রাষ্ট্রপতি
দেশের যুবকদের কাজ চাই
 
বিদেশী রা কাজ খেয়ে নিচ্ছে
এইচ ওয়ান বি ভিসা ধারী দের মেয়াদ বৃদ্ধি স্থগিত।
বুদ্ধিজীবী রা গলামিলিয়ে
  বলে উঠলেন 
আর্থিক বৃদ্ধি তলানিতে
মুদ্রাস্ফীতি সর্বোচ্চ
জিডিপি নাই
 
ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ঘেউ
মার্থা র ঘর সীমান্ত লাগোয়া,দুপুরের পরে
গুলির শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসে।
চরাচরবিস্তৃত ভুট্টার ক্ষেত, এখন পাকার সময়
হালকা হাওয়ায় সোনালী ট্যাসল উড়ে আসছে
 
আটকে যাচ্ছে কাটা তারের গায়ে ,ওয়াচ টাওয়ারের খুঁটি, সীমান্ত রক্ষীর ক্যামোফ্লেজ টুপি তে।
এসবের কিছুই দ্যাখেনা মার্থা, এগিয়ে যায় পায়ে পায়ে ,কেউ কি শুয়ে আছে?
বয়স উনিশ হবে
হয়তো,সদ্যতরুণী,নিশ্চল, মৃত্যুপান্ডুর মুখের উপর পড়ে আসা দিনের রক্তরশ্মি খেলে বেড়াচ্ছে তখনও
  তার ।
হাঁটু গেড়ে বসে মার্থা,মাথা ঝুঁকে থাকে নিচে ।
অদূরে টুলের উপর বসে
  সীমান্তরক্ষী রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে থাকে।
তার উদ্দেশ্যে মার্থা বলে,মাথা না তুলেই, আবার একজন কে মেরে ফেলেছো তোমরা।
মার্থা,আর কোনো বাড়তি
  উত্তেজনা অনুভব করেনা এই মুহূর্তে।
ক্লডিয়ার কাকিমা এসেছিলেন সাংবাদিক দের ডাকে।ঝাপসা চশমার কাচ ভেদ করে ওর চোখ দেখতে পারেননি অনেকে।ডোন্ট ট্রিট আস লাইক এনিম্যাল।এটুকু বলে চলে যান তিনি।
ক্লডিয়া প্যাট্রিসিয়া গোমেজ গঞ্জালেজ।
স্যান জুয়ান,গুয়াতেমালার মেয়ে। আকাউনটেন্সির ডিগ্রী নিয়ে বসে ছিল বাড়িতে দুবছর হলো।
বসে ছিল।
বসে ছিল বাড়িতে।
বাড়িতে বসে ছিল।
ছিল।
এখন ইউ এস মেক্সিকো সীমান্তে শুয়ে আছে।


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098