ভেবেছিলাম তোর হাতটাকে চেপে ধরে
কষ্টের দিগন্ত পেরোলেই
হয়তো নতুন জীবন পাব।
ভেবেছিলাম অনেকজন্ম পর;
অনাদৃত স্মৃতির ভিড়ে
তোর স্মৃতিগুলো আঁকড়ে ধরে
হয়তো নতুন জীবন পাব।
ভেবেছিলাম তোর এক চিমটি আদর দিয়ে
স্বপ্নের পথ বেয়ে
হয়তো নতুন জীবন পাব।
ভেবেছিলাম তোর বেহিসেবি আবদারগুলো
চুকিয়ে দিলেই
হয়তো নতুন জীবন পাব।
তবে...
অব্যক্ত আবেগের কালচে ছোবলে
বিন্দু বিন্দু ঘৃণায়
তোর সবটুকু হারিয়ে
আমার দীর্ঘশ্বাস ছোঁয়া ভালোবাসা
কখন যে
একাকী পড়ে রইল;
খোঁজই পেলাম না!
তাই তোর উপেক্ষার কাফনে
নিজেকে মুড়িয়ে
মরীচিকার নিষিদ্ধ আবেগে
বুঁদ হয়ে
তোর কাছে শুধু একটাই প্রার্থনা...
শেষ বিকেলের আকাশ হয়ে
'এক মুহূর্ত ' ধার দিবি আমায়?
তোর ঐ লাল আঁচলে
মুখ লুকোব!
No comments:
Post a Comment