ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098



হঠাৎই, সব ঘড়িগুলো বন্ধ হয়ে গেল একইসাথে !
আমি তখন সময় জ্ঞান ভুলে-
আপন মনে কাজ করতে লাগলাম ।
বোধহয়, অন্তিম আনন্দে উন্মাদ হয়ে
কর্মে আরও ব্যস্ত থেকে ব্যস্তত্তর হয়ে উঠলাম ।
সময়ের অবগতি লক্ষ্য করিনি
তাই রাতে বাড়ি পৌঁছনো হলনা ।
আশ্রয় নিলাম পদ্মার সম্মুখে ...
সারাদিনের পরিশ্রমের পর
ক্লান্তির ঘুম এলো গভীরে ।

তখনই কে যেন বাড়িয়ে দিলো হাত
মায়াবী কন্ঠে বললো- আসবি আমার কাছে ।
কেন জানি না, তার অনুরোধ
অস্বীকার করার মতো ক্ষমতা ছিল না ।
গেলাম তার পিছে পিছে, কোন যেন এক স্বপ্নের দেশে ।

অপ্রত্যাশিত ভাবে দেখলাম, এখানেও হচ্ছে দাঙ্গা
ঝরছে হিন্দুদের রক্ত, জ্বলছে মুসলিমদের ঘর ।
কাঁঁদছে ধর্ম অজানা একটি ছোট্ট শিশু -
সে হয়ত জানেই না, তার অপরাধ টাই বা কি ?

আচমকাই, ঘুম ভেঙ্গে গেল-
দেখলাম চারিদিকে সবই সাধারণ ।
শুয়ে আছি, আমি আমার মায়ের আঁচলতলে_
"ঘড়িটাও ঘুরছে ঠিকই সময়ে আনন্দে"  


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098