কি যেন বেশ??
সর্বপ্রাচীন সভ্যতার দেশ??
কি যেন বেশ??
সর্ববৃহৎ গণতন্ত্র??
কি যেন বেশ??
সর্বপ্রাচীন মাতৃতন্ত্রের দেশ??
কি যেন বেশ??
সনাতন ধর্ম??
কি যেন বেশ??
মহান মুনি ঋষির দেশ??
কি যেন বেশ??
কোন মায়ের জয়??
কি যেন বেশ??
জগৎ সভার শ্রেষ্ঠ দেশ??
কি যেন বেশ??
গর্বের সাথে কি বলব??
কি যেন বেশ??
ঐতিহ্য, অনুশাসনের দেশ??
--- ইয়ে,বলছি
সব-ই কি ওই "আট" বছরের যোনীতেই শেষ??
ভগবান??
যোনীহীন , বোধ হয়।
আচ্ছা,জননীরা
যদি যোনী হীন হত?
পুলিশ? কি আসিফা ,আস্পর্ধা?
মন্দিরে
রক্তের হোলি,
নিভৃতে কাঁদে
আট বছরের যোনী।
আল্লাহ ,
ভগবান, যীশু,জরাথ্রুষ্ট, আরো কে কে সব আছো গো??
আসবে আর
একবার!!
এই ডারউইন?
বিবর্তন ভয়ানক তো।
ওই দেখ সবাই
চেয়ে,যোনী!!!! বিবর্তন ধামা চাপা,
কৃষ্ণগহ্বর
মিথ্যে, মন্দির, মসজিদ,চার্চ মিথ্যে,
যোনী সত্য।
আট বছরেই
বিবর্তন।
তাম্রপ্রস্তর
ফিরে এস, আর একবার, বেদ
আর না। যাও,
কোরান? না না
না,
গীতা?? তোমার
যোনী নেই??
বাইবেল, তফাৎ
তফাৎ।
আর একবার
জঙ্গল,যোনী, মানুষ।
নাঃ নাঃ মানুষ
না।
কাঁদো দেশ
কাঁদো।
ঘুম ঘুম
লাগছে, কাল আবার সন্তোষী মায়ের পূজা আছে। কত কাজ। আসিফা? যোনী? না,ধূর ।
No comments:
Post a Comment