- সুরজ রায়
দূরত্ব নিভে যাচ্ছে আঙুলের চাপে ।
পরিচিত জানালায় ভেসে ওঠা প্রিয় অপ্রিয় মুখ,
বন্ধুত্বের চারপাশে জুড়ে দিচ্ছে নতুন মাত্রা।
শূন্য একের গোলক ধাঁধায় কামড়ে ধরছে শব্দ,
আর পুরোনো বর্ণমালায় লেখা হচ্ছে এক নতুন ভাষা।
প্রতিদিন কাছে আসছে অজানা অদেখা মুখ,
আর দূরে সরে যাচ্ছে আমাদের চেনা পাড়া,
চেনা জেলা,
চেনা দেশ।
মিস্টার জুকারবার্গ, এটাই কি চেয়েছিলেন আপনি।
No comments:
Post a Comment