ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


স্বপ্ন ভাঙা-গড়ার শহর এ কোলকাতা ৷
তবুও স্ট্রীট লাইটগুলো হ্যাংলা হাসি হাসে আমাদের দিকে তাকিয়ে !
এ শহরে চলে দুর্যোধন আর দুঃশাসনের নাচ;— তবুও অর্জুন আসবে বলে দ্রৌপদীরা নিশ্চিন্তে রাত কাটায় ৷
এ শহরে ঘরে ঘরে প্রদীপ জ্বলে না আর এসিড বৃষ্টিতে চারিদিক হাহাকার করে শুধু!
এ শহরে কেউ আর কাঁদে না আজ ,
শুধু খই ফোঁটে সবার মুখে...
আর কর্ষনকে ঘিরে ওঠে উন্নয়নের ঢেউ ৷
তবু ঘরের মধ্যে ঘর ছোট হতে থাকে ৷
এই শহরের উষ্মতম দিন
শুধুই গান হয়ে থেকে যায়
'মহিনের ঘোড়াগুলি'র কাছে ৷
তবু কেন জানি মনে হয় ,
এখনও বেঁচে বর্তে থাকা
অশ্বত্থ গাছের নীচে
ছোট্ট গোপাল খিলখিলিয়ে হাসে ৷


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098