পরেরবার আবার প্রেমে পড়ার
আগেই চুম্বন হবে দু- চার বার। তুই বুঝিয়ে দিবি ঠোঁট শুষ্ক হলে একা লাগাটা ঠিক
কতটা! আমি জাপটে ধরে বোঝাতে চাইব আকাশ কালো, বৃষ্টিমুখর, না
যাওয়াটাই শ্রেয়। এভাবে কেটে যাবে একটা গোটা বেলা। কুঁচকে যাওয়া বিছানার চাদর,
লেপ্টে থাকা শরীর ডুবিয়ে দেব গভীরে, বাইরে
আঝোর ধারায় বৃষ্টিবৃত্ত। কেন্দ্র থেকে পরিধি ডুবছে সব। যে যার মতো। আরও বেশ
কয়েকবার আমাদের মিলন হবে তবু আমরা মিলিত হব না !
এরপর বিশ্রাম। টানা কয়েকমাস ভীষণ বন্ধুসুলভ
আচরণ। ফুচকা, কাউন্টার, গ্রুপ স্টাডি।
কোনও হ্যাঁচকা টানে পেতে চাইছি না কেউ কাউকেই। আড্ডা, মারামারি,
সিনেমাযাপন। হুহু করে কাটছে সময়। এক দুবার ছুঁয়েও ফেলছি,
উত্তাপ জাগছে না। স্বাভাবিক। আমরা কেউ কাউকে ভালোবাসি নি,
কথা দি নি একজন্মের, তৃপ্ত হয়ে পাশ না ফিরে
ঠোঁটে ঠোঁট রেখে চোখ বুজে আগামীর হাত ধরতে চাই নি!
তাই চুমু দিয়ে শুরু করব, চাহিদা মিটিয়ে অপেক্ষা করব মন তোকে মন থেকে চাইছে কী না! আর সেইদিন
ভরদুপুরে এক বিছানায় পাশাপাশি বসে বৃষ্টি দেখব আমরা, হেলায়
নষ্ট করব একটা গোটা বেলা।
No comments:
Post a Comment