ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


বিপ্লবের মুহূর্তে

বিপ্লবের মুহূর্তে দুই হিজড়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে, 
বেয়নেটের সামনে আলিঙ্গন তীব্র হয়ে ওঠে, 
প্রেমিকদের প্রেমিকারা অজানা আরও আরও প্রেমিকের চুমুতে স্নাত হয়। 
বিপ্লবের মুহূর্তে দেশভাগের রিক্ত পরিহাসের কাঁটাতারে
মায়ের সাদা লালপাড় শাড়ি ঝুলতে থাকে, 
শীর্ণ বিবস্ত্র মা শক্ত কোলে নবজাতককে নিয়ে
সপ্তসিন্ধু পার হয়, 
চুমু আর ফসলের দিব্যি খেয়ে গান গাইতে গাইতে 
অস্ত্র তুলে নেয় নিষ্পাপ পাহাড়ীকন্যা। 
বিপ্লবের মুহূর্তে লাশের গন্ধ তীব্রতর, 
ক্ষয়ে যাওয়া জীর্ণ পুঁজ থেকে একদলা মাংস, 
রক্ত আর জলের মধ্যে বিশেষ পার্থক্য থাকে না, 
পার্থক্য থাকে না সঙ্গমে আর খুনে। 
বিপ্লবের মুহূর্তে তোমাতে আমাতে ষড়যন্ত্র হয়
ঝড়ে চিকন পাতা দোলাবার, 
ষড়যন্ত্র হয় তারায় তারায় 
চিরবিচ্ছিন্ন দুই গ্রহাণুপুঞ্জকে মেলাবার। 
বিপ্লবের মুহূর্তে স্লোগান দিয়ে প্রেমনিবেদন হয়, 
প্রেমিকারা প্রেমিকদের কমরেড বলে ডাকে, 
সব কবিতা হয়ে ওঠে রাজনৈতিক, 
সব প্যামফ্লেট হয়ে ওঠে কবিতা । 


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098