ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


বৃত্ত আঁকা শিল্পী এখন রম্বস্ এ নিবিষ্ট 
ঘুরেই চলেছি ঘুরেই চলেছি 
কোণা খুঁজে পাচ্ছিনা 
বলো এবার, আমার জন্য স্হূলকোণ না সূক্ষ্মকোণ নির্ধারণ করেছ

প্রশ্ন করলাম লাগাম ধরব না ছাড়ব 
উত্তর এলো ঘোড়সওয়ার হও ভালোবেসে 

ঋণগ্রস্ত ঘটি ও বাটি মিলে কোম্পানি খুলেছে 
কন্টেনার তৈরী করে জল ধরো জল ভরো হবে
সে বছর মহাজাগতিক শক্তিবলে এল নিনো হলো 

বাজার অর্থনীতিই যে মূল্যনির্ধারক 
হাড়হাভাতে বুঝবে কি করে 
শুধু কি ভাতে পেট ভরে?
ফ্যানেও তো সূষম কার্বহাইড্রেট 

রক্তপাতের শব্দ শুনতে পাও 
চার ওয়াক্ত্ এর নামাজ শুনতে পাও না?
আমি তো রক্ত মানে কারবালা বুঝি 
স্মৃতির রক্ত মেখে আত্মবলিদান

কান্না টা নিতান্তই মনের ব্যাপার
নৈর্ব্যক্তিক চোখ দুটো নিমিত্ত মাত্র 
দুর্ঘটনাগ্রস্ত বিমান কি জিগেস করে নেয়
মাটির বুকে আছড়ে পড়বে কিনা

তোমার নির্মোহের মোহে আমায় বাঁধো কবিয়াল 
অসমাপ্ত বাক্য বন্ধনীর পরে সেমিকোলন দিয়ো 
দাঁড়ি টানলে অনুচ্ছেদেও ছেদ পড়ে যায় 

প্রকৃত পরিব্রাজক সে; যে পানশালা থেকে পানশালায় ঘোরে
গাড়ি তো গ্যারেজে থাকলেও কেস দেওয়া যায় 
জানতেও পারবে না কোন ভ্রমে ভ্রমণ করেছো 

ব্ল্যাক আউটের রাতে আমি বিল্ডিং কে বিল্ডিং আলো জ্বালিয়ে দেবো
সীমান্ত সন্ত্রাসে অভ্যস্ত হয়ে গেছি
যুদ্ধ বিরতি ধর্মে সইছে না

১০
চিতল হরিণ কে কস্তুরী মৃগ ভাবার ভুল কোরো না 
ডাল এ শিং জড়িয়ে যে একবার মরেছে সে জানে 
বন থেকে বাঘ তুলে আনা যায় 
বাঘ এর মন থেকে বন তুলে ফেলা যায় না।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098