ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


"When I was 5 years old,my mother always told me that happiness was the key to life.When I went to school they  asked me what I wanted to be when I grew up.I wrote down 'happy'.They told me I didn't understand the assignment, and I told them they didn't understand 'life'."
- John Lenon
জন লেনন কে চেনেন? 
চেনেন না?  তাহলে আর চিনতে হবে না, ধরে নিন তিনি এক্স।
এবার চলে আসি টপিকে।

ফ্যান্টাসি,কমফোর্ট,গ্ল্যামার,লোভ,কামনা
উচ্চাকাঙ্ক্ষা, পরশ্রীকাতরতা
এগুলি ভীষনই পরিচিত।অনেকটা  আমাদের প্রত্যেকের জীবনে ধনে পাতার মত বেটে খাওয়া।আমাদের মানে আমার,  আপনার মত টেনে নিয়ে যাচ্ছি টাইপের জীবন যাদের;অনেকটা শীঘ্রই লক আউট হওয়া কারখানার শ্রমিকের মত চাহিদা ঘিরে থাকা নেতিয়ে পড়া জীবন।
ড্রয়ার খুলে মনে হল একটা পরবার মত জামা নেই,লাগাও ছুট ।২০বার প্রাইস ট্যাগ দেখে ১৫ বার দাম জিজ্ঞেস করে ঠোঁঠ উল্টিয়ে কিনে আনলেন তবে কিনলেন।অথবা ধরুন শহর পুড়ছে ভীষন দাবদাহে, হঠাৎ লোডশেডিং।
জেন্টালম্যান পদবী ঝোলানো মুখে অশ্রাব্যতা অস্বাভাবিক নয়।এরই মাঝে পাশের ছাদে বেরিয়ে আসা মেয়েটাকেও মেপে নেন অল্প করে।কিংবা প্রেমিকার সাথে একটু 'Quality Time' কাটাবেন ঠিক করলেন, শালা বস দিয়ে দিল ব্যাগ্রা,মাথা তখন জলন্ত গ্যাসের ওপর রাখা ফ্রায়িং প্যান।বিকেলের কফিহাউসে বসে আপনার সুনীল গঙ্গোপাধ্যেয় যখন চরমে বেয়ারার হাতের ধাক্কা, কিছুটা কফি স্থানবিচ্যুতে হতেই মুখ আর হাত ছোটালেন একই ট্র্যাকে।আরে ধরেই নিন না বাসের এক চরম ঘর্মাক্ত অবস্থায় দারিয়ে সিগনালে।
ড্রাইভারের গুষ্টির শ্রাদ্ধ না হওয়া অব্দি
মাথা ঘামানো এক্কেবারে বাধা।
ঘটনাগুলি প্রত্যহ ঘটে,হঠাৎ ধাক্কা খাওয়া সুন্দরী মহিলার মত উল্লেখযোগ্য নয় বলে পাত্তা পায়না।
সত্যি করে বলুন তো কোনোদিন আলাদা করে ভেবেছেন মা নতুন শাড়িটা পুজোয় কেন নিল না,বাবা কেন ১০বছরের পুরোনো হাত ঘড়িটা এখনও ব্যবহার করে,ভাতের হোটলের ওই ছেলেটা, যার পুরো লাইফ টা ঘেরা লোকের নোংরা ঘেটে আর টেবিলে সাজানো নুনের মধ্যে,ও কেন বায়োক্সোপ দেখে ছুটি কাটাতে পারল না,কেন স্টেশনের একপাশে সরে থাকা লোকটা একমনে বাঁশি বাজায়,সারাজীবনে পেছনে লাগা দিদি বা বোনটা বিদায়বেলায় কেন একবার ভাই এর হাত টা টেনে ধরে।বিচারকের আসনে বসা লোকটার ফাঁসির আদেশ দেবার সময় হাত কাঁপে।কেনই বা পাশের বাড়ির একরত্তি ছেলেটা স্কুলে থেকে ফিরে বাবার চায়ের দোকান সামলায়।ভেবেছেন কোনোদিন এক পশলা বৃষ্টি শেষে দুজনের হাতে ধরা একটা ছাতা এত খুশি কেন?
ফুচকার টক জল আর মানিস্কোয়ারের জাঁকজমকের বাইরেও একটা জীবন থাকে মশাই।প্রথমের ওই কটা শব্দ ছাড়াও জীবন কাটে।আমরা ভাবি না বা ভাবতে ভয় পাই।কোনোদিন অফিসফেরত পথে আকাশ টা দেখবেন কিংবা সেক্সির  বদলে মুগ্ধতা দেখবেন,
দোকানের ছেলেটাকে পাশে বসিয়ে বিস্কুট খাইয়ে দেখবেন বা প্রেমিকার বুকের বদলে হাতটা ছুঁয়ে দেখবেন।কিংবা জীবনের প্রথম রোজগার টা মায়ের শাড়ি আর আবার কমদামী ঘরিটা পেছনে খরচ করে দেখবেন।আমার কাছে এগুলি প্রশান্তি আর বাকিগুলি লাক্সারি।জীবনে সুখে  থাকার চেয়ে খুশি থাকার মূল্য অনেক বেশী। সুখে থাকাটা শেখার বিষয়,সবাই পারেন না।জীবনটা সরল আমরা অযথা জটিল করে তুলি তাকে।।তার চেয়ে বরং চলুন না ছোট ছোট খুশির মূহুর্ত নিয়ে ভাল থাকি,বাঁচি অফুরান আনন্দে,খুশি থাকি মূহুর্তে  - আমি,আপনি।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098