কবর
রক্ত-মাংস পচে গলে যাবে।
কঙ্কাল তখনও নির্ভীক।
আঁচড়হীন বুকের পাঁজর।
আঁধার বাসরে চাহিদারা সাগ্নিক।
মরনশীলতাকে কেনই
বা আগলে রাখা।
সেই তো সুখ কফিনে
থাকবে ঢাকা।
মরা ঘাসে যদি লেগে থাকে
একফোঁটা শিশির।
ভিজব তাতেই আমি
একান্তে নিবিড়।
মর্মে আমার প্রশ্নের বোঝা।
উপেক্ষাতে কাটছে দিন।
ধ্বংস নয়,
হারিয়ে যাবো।
রেখে যাবো জীবাশ্ম।
রৌদ্র আর বৃষ্টিময় একদিনে
হাওয়ায় উড়িও,
অস্থি'র সব ছাই-ভস্ম।
No comments:
Post a Comment