ইন্ডিয়ান মিউজিয়াম (চৌরঙ্গী,কোলকাতা)
ভারতের সবচেয়ে পুরোনো
এবংসবচাইতে বড় যাদুঘর। এক মস্ত বড় সাদা রঙের প্রাসাদ।ব্রিটিশরা একে নাম দিয়েছিলেন Imperial
Museum. প্রকৃতপক্ষে এশিয়াটিক সোসাইটি এর স্যার উইলিয়াম জোনস্ এইরকম একটি
মিউজিয়ামের কথা ভাবেন।অনেক দুঃষ্পাপ্য নথি, বই, বিভিন্ন ঐতিহাসিক জিনিসগুলি প্রথমে রাখা হত সোসাইটিতে,ক্রমে তা বিশালাকার স্থান নেওয়াতেই গড়ে তোলা হয়েছিল এই মিউজিয়াম। ৬টি ভাগে
বিভক্ত এই যাদুঘরে রয়েছে যথাক্রমে Art,Archaeology,Anthropology,Geology,Zoology
এবং Economic Botany বিভাগ।ইজিপ্টশিয়ান মমি
থেকে থেকে লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর কঙ্কাল কিংবা বিখ্যাত মসলিনে কাপড় অথবা
রাজরাজাদের ব্যবহৃত মুদ্রা সব পেয়ে যাবেন এখানে।
"the begining of a significant epoch initiating the socio-culture and
scientific achievements of our country.It is otherwise considered as the
begining of the modernity and the end of madiaeval era" (UZER Places)
ফোর্ট উইলিয়াম
বেঙ্গল প্রেসিডেন্সী নির্মাণের সময়কালে
(১৭৮১) তৈরী করা হয় হুগলী নদীর পূর্বদিক করে। ৫ বর্গকিমি জায়গা ঘিরে ইট এবং সড়কির
তৈরী এই দুর্গের আকৃতি অষ্টভুজ; এর মধ্যে ৫ টি স্থলের দিকে, ৩ টি হুগলী
নদীর দিকে।৬টি গেট রয়েছে এর।
এটিকে এমন ভাবে বানানো যাতে কামানের গোলা কিংবা explisive
shell থেকে বাচা যেতে পারে।একটি শুকনো পরিখা যা ৯ মিটার গভীর এবং ১৫
মিটার চওড়া।এটিকে জল ভরতি করেও ব্যবহার করা যেত কিন্তু শুকনো অবস্থাতেও counter
firing এও ব্যবহার করার জন্য বিশেষভাবে নির্মিত।
স্টার থিয়েটার (বিধান সরনী)
১৮৮৩ সালে বিডন স্ট্রিটে
ব্রিটিশদের হাতে তৈরী সাদা থিয়েটার হল পরবর্ত্তীতে বিধান সরনীতে সরিয়ে নেওয়া
হয়।যেখানে এর পাশাপাশি ঐতিহাসিক মিনার্ভা এবং The classic theater ও ছিল,যেখানে হীরালাল সেনের তৈরী প্রথম নাটকের স্ক্রিনিং হয়।কিংবা ১৮৮০ সালে
গিরিশ চন্দ্র ঘোষের তৈরী নাটকও প্রদর্শিত হয়।বর্তমানে বেসরকারি মালিকাধীন।
মেট্রোপলিটান বিল্ডিং(এসপ্ল্যানেড)
চৌরঙ্গীতে অবস্থিত সুদৃশ্য এই বাড়িটি ১৯০৫ সালে তৈরী করা হয়।সাদা
রঙের ওপর সোনালি রঙের ডোম তার সাথে লাগোয়া ঘড়িটি কোলকাতার অন্যতম ট্রেডমার্ক।এটির
চারধারে ৪ টি এরম ডোম রয়েছে।এর নিচের তলায় মেঝেতে রয়েছে রাস্টিকেশন এবং
অর্ধবৃত্তাকার আর্কেড।বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন এই অসাধারণ সুন্দর
স্থাপত্য।
মেটকাফ হল (হেয়ার স্ট্রিট)
সাদা রঙের এই বাড়িটি
আপাতপক্ষে গ্রীক স্থাপত্যশৈলীর নির্দশন মনে হলেও তা পুরোপুরি British imperial
architecture (19th century) এর জ্জ্বলন্ত উদাহরন।এর স্থাপনা
১৮৪০-১৮৪৪ সালের মধ্যে,ডিজাইন করেন City Magistrate C
K Robinson এবং নামকরন করা হয় তৎকালীন গভর্নর জেনারেল চার্লস
মেটকাফের নামানুসারে। এর পশ্চিমদিকে হুগলী নদী,পূর্বদিক
বরাবর পোর্টিকো এবং সামনের দিকে বিশালাকার সিঁড়ি।৩০ টি Corinthian Pillar ধরে রেখেছে এর উর্ধাংশ। এটি যদিও প্রথম ব্যবহার করা হত Calcutta
Public Library হিসাবে।এর প্রথম প্রোপাইটার প্রিন্স দ্বারকানাথ
ঠাকুর।বর্তমানে এশিয়াটিক সোসাইটির প্রচুর দুঃষ্পাপ্য বই এবং নথি সংরক্ষিত হয়
এখানে।
(ছবি ও তথ্য সংগৃহীত)
Source: Google
No comments:
Post a Comment