বরাক বিভ্রাট
বরাক আবার বিকারগ্রস্ত
দেশপ্রেমের ডাকে
ভিনদেশী ভীনভাষী যত
উদ্বাস্তু চল্লিশ লাখে।
বরাক এখন চেতনাহীন
বরাকে এখন মড়ক
বরাক এখন নিস্তরঙ্গ
বরাক রুদ্ধ সড়ক।
বরাকে আবার ছদ্মবেশে
বঙাল খেদাও শুরু
চ্যালাদের উল্লাস ধ্বনি
নীরবে শোনেন গুরু।
দরদের দরিয়া যিনি
তার কন্ঠে তোষন
ক্ষমতার অটুট স্বপ্নে
করেন ভরণপোষণ।
সংখ্যাটাই বড় কথা
সংখ্যা শক্তিশেল
সবে তো শুরু হোলো
এখনো বাকি খেল।
জাতি আর সীমানাতে
যতদিন রবে ভেদ
ততদিন খেদাও রবে
ততদিন রবে খেদ।
বরাক তাই ঊনিশ খোঁজে
বরাক দেখাক পথ
নিখিল বিশ্বের মানবজাতি
হোক এবার এক মত।
No comments:
Post a Comment