ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098



বরাক বিভ্রাট

বরাক আবার বিকারগ্রস্ত
দেশপ্রেমের ডাকে
ভিনদেশী ভীনভাষী যত
উদ্বাস্তু চল্লিশ লাখে।

বরাক এখন চেতনাহীন
বরাকে এখন মড়ক
বরাক এখন নিস্তরঙ্গ
বরাক রুদ্ধ সড়ক।

বরাকে আবার ছদ্মবেশে
বঙাল খেদাও শুরু
চ্যালাদের উল্লাস ধ্বনি
নীরবে শোনেন গুরু।

দরদের দরিয়া যিনি
তার কন্ঠে তোষন
ক্ষমতার অটুট স্বপ্নে
করেন ভরণপোষণ।

সংখ্যাটাই বড় কথা
সংখ্যা শক্তিশেল
সবে তো শুরু হোলো
এখনো বাকি খেল।

জাতি আর সীমানাতে
যতদিন রবে ভেদ
ততদিন খেদাও রবে
ততদিন রবে খেদ।

বরাক তাই ঊনিশ খোঁজে
বরাক দেখাক পথ
নিখিল বিশ্বের মানবজাতি
হোক এবার এক মত।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098