'হাতখরচ ৩'
বিস্মিত হয়ে দেখি ঘরে
চাল ডাল না থাকলেও
কীভাবে সন্তানের খাবার
বেঁচে ওঠে
মনে হয় ভগবানে বিশ্বাস
করি
তারপর মনে পড়ে তোশকের
নীচে
রেখে দেওয়া মলিন
নোটেদের কথা
কালো হয়ে যাওয়া
ভবিষ্যতের সিক্কা কিছু
মনে পড়ে মুড়িতে ডাল
ঢেলে খেলে
ভাত মনে হয়
আর গল্পে গল্পে আমরা
খিদে খেয়ে ফেলি
পকেটের ফুটো নিয়ে
বেসাতি করব না ঠিক ছিল
কিন্তু প্রেমের চেয়ে
প্রিয় ডালভাত নিয়ে
আমায় লিখতেই হত
পুরোনো দশ টাকায় আজও
আলুসেদ্ধ বাটার আর লবণ
মেশানো
বিলাসের ঘ্রাণ পাওয়া
যায়
No comments:
Post a Comment