'হাতখরচ ৫'
কয়েনকে ডলার বলার
বিকেলগুলো
একটা পাঁচ একটা দুই
একটা এক
পকেটের সাম্রাজ্যে তিন
সেনাপতি
রিক্সা না নিয়ে ফুচকা
খেয়ে বাড়ি ফেরা বিকেল
স্কুল আমাদের যোগ-বিয়োগ
শিখিয়ে
আলুকাবলির দোকানের দিকে
ঠেলে দিয়েছিল
রিক্সাওয়ালাদের আড্ডা
থেকে একদিন কেউ শুনে আসে
ভালবাসা বিষয়ক নিষিদ্ধ
মন্ত্রাবলী
গুহ্য খবর ছাপা বই হাতে
হাতে ফেরে
বিপ্লবের রেডবুক
সেসব উত্তেজনার ঘাম
থিতিয়ে
কয়েনকে কেউ ডলার বললে
আজ খিল্লি করি
মনে মনে হিসেব আনুপাতিক
বেতনের সঙ্গে কীভাবে
বদলায় মানুষ
রিক্সা এক অলৌকিক যান
পুরোনো আলুকাবলি ও
ফুচকার ঠেলা
বিরল মিলে যাওয়া
ব্যালেন্স শিট
No comments:
Post a Comment